মোদীর ঐতিহাসিক জয়ের দিনে সংঘ নেতারা এ রাজ্যে
মোদীর ঐতিহাসিক জয়ের দিনে সংঘ নেতারা এ রাজ্যে
লোকসভা ভোটে বিজেপির ঐতিহাসিক জয়। দিল্লিতে অভিষেক নরেন্দ্র মোদীর। অথচ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টাতে দিল্লি থেকে শতযোজন দূরে আরএসএস প্রধান মোহন ভাগবত। গতকাল থেকে আজ বিকেল পর্যন্ত রায়গঞ্জে ভাগবত ব্যস্ত রইলেন সংঘসেবকদের প্রশিক্ষণ শিবিরে।
এপ্রিলের চোদ্দ তারিখ থেকে রায়গঞ্জের সুদর্শনপুরে চলছে আরএসএসের প্রশিক্ষণ শিবির। এই রাজ্য ছাড়াও সিকিম, আন্দামান ও ওড়িশার মোট দুশো বাইশজন সংঘসেবক এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ শিবিরে হাজির খোদ আরএসএস প্রধান মোহন ভাগবত। লোকসভা ভোটে বিজেপির ঐতিহাসিক জয়ের দিন রাতেই রায়গঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিলেন ভাগবত। শনিবার গোটা দিনটাই ভাগবত কাটিয়েছেন রাজধানীর সরগরম থেকে শতযোজন দূরে। রবিবার বিকেলে রায়গঞ্জ ছাড়লেন আরএসএস প্রধান। তবে, বিজেপির অভূতপূর্ব সাফল্য নিয়ে মুখ খুলতে চাইলেন না।
দিল্লিতে যখন মোদীর অভিষেক, একের পর এক অতিগুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত বিজেপি ও আরএসএস নেতারা, তখন কেন রাজধানী থেকে শতযোজন দূরে থাকলেন সংঘপ্রধান? জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।