শেষ দফা নির্বাচনের আগে উত্তপ্ত ব্যারাকপুর

শেষ দফা ভোটের আগেই উত্তপ্ত ব্যারাকপুর। কমিশনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে নিয়েই দাপিয়ে বেড়াল বাইক মিছিল। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বামেরা। ভোটারদের সচিত্র পরিচয় পত্র কেড়ে নেওয়া থেকে শুরু করে বীজপুরে একাধিক সিপিআইএম কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

Updated By: May 10, 2014, 12:18 PM IST

শেষ দফা ভোটের আগেই উত্তপ্ত ব্যারাকপুর। কমিশনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে নিয়েই দাপিয়ে বেড়াল বাইক মিছিল। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বামেরা। ভোটারদের সচিত্র পরিচয় পত্র কেড়ে নেওয়া থেকে শুরু করে বীজপুরে একাধিক সিপিআইএম কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

আইন আছে আইনেই। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবেই ভোট প্রচারে তৃণমূলের বাইক মিছিল ঘুরে বেড়াল জগদ্দল,ভাড়পাড়া,নৈহাটির রাস্তা।

পুলিসের ভূমিকা ছিল নীরব দর্শকের। বাইক বাহিনীর সঙ্গেই মিছিলে পা মেলালেন বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। ভোটের আগেই বারাকপুরে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অবিযোগে সরব হয়েছে বামেরা। অভিযোগ উঠেছে ভোটারদের স্বচিত্র পরিচয় কেড়ে নেওয়ার। বীজপুরে শুক্রবার একাধিক সিপিআইএম কর্মীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সিপিআইএম কর্মী শংকর প্রসাদ মুখার্জির বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা।

হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে বীজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মুখার্জি পরিবার।

.