Covid Booster Dose: দেশের ৯২% মানুষই এখনও নেননি! আদৌ কি নেবেন?

যিনি যে টিকা নিয়েছেন, তিনি সেই টিকাটাই কি বুস্টার হিসেবে পাবেন? না, তাঁকে অন্য ব্র্যান্ডের টিকা নিতে হবে?

Updated By: Jul 14, 2022, 12:05 PM IST
 Covid Booster Dose: দেশের ৯২% মানুষই এখনও নেননি! আদৌ কি নেবেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিড টিকাকরণ নিয়ে রীতিমতো গর্ব করতে পারে ভারত। কেননা, এত বিশাল এবং এত বিপুল জনসংখ্যার একটি দেশের অসংখ্য জনগণকে ডাবল ডোজ দেওয়া সম্ভবপর হয়েছে।

আসলে যখন দুটি টিকার বিধি ছিল তখনও পর্যন্ত ছবিটা অত্যন্ত ইতিবাচকই ছিল। কিন্তু বুস্টার ডোজ? সেটাই চিন্তার। দেশের ৯২ শতাংশ মানুষ এখনও তৃতীয় টিকাকরণের আওতার বাইরে পড়ে রয়েছেন। ঠিক এরই প্রেক্ষিতে ৭৫ দিনের বিনামূল্যে টিকাকরণের প্রকল্প শুরু হতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, তথাকথিত প্রিকশান ডোজ নিতে বাকি আছেন দেশের ৬০ কোটির বেশি মানুষ। ১৮-৬০ বছর বয়স্ক মানুষকে অতি দ্রুত এই প্রিকশান ডোজর আওতায় আনার কথাই এখন ভাবছে কেন্দ্র।

দ্বিতীয় ডোজ নেওয়ার পর কমপক্ষে ৬ মাসের মাথায় এই প্রিকশান ডোজ নেওয়া যাবে। আগে সেটা ৯ মাসের মতো ছিল। তবে প্রিকশান ডোজের পক্ষে একটাই মুশকিল হচ্ছে। যিনি যে টিকা নিয়েছেন, তিনি সেই টিকাটাই কি পাবেন? না, তাঁকে অন্য ব্র্যান্ডের টিকা নিতে হবে? 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: Booster Dose: এবার ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ, শর্ত কী?

.