নিজস্ব প্রতিবেদন: সেরামের যাত্রাপথকে এখনও আরও বিশ্বস্ত। কারণ , এবার  তাদের হাতে WHO-এর ছাড়পত্র। বিশ্বব্যাপী করোনা টিকা সরবরাহ করতে পারবে WHO। যৌথ কর্মসূচি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার ডোজের ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO’র সহকারী ডিরেক্টর জেনারেল  ডাঃ মারিয়াঞ্জেলা সিমাও জানিয়েছেন, যে সমস্ত দেশের টিকা তৈরি করার সামর্থ নেই তারা এবার এই কর্মসূচিতে স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষকে টিকা দিতে পারবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পৃথিবীতে পিছিয়ে পড়া দেশ গুলিতে  কোভিশিল্ড টিকা সরবরাহ করবে পুণের সেরাম ইনস্টিটিউট। ফাইজারের পর অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দ্বিতীয় টিকা, যা রাষ্ট্রসংঘের করোনা মোকাবিলা কর্মসূচিতে অংশগ্রহণ করবে। বিশ্বের প্রত্যন্ত এলাকায় ভ্যাকসিন পাঠাবে সিরাম।


গত কয়েক দিন কিছুটা উদ্বেগ বেড়েছিল রাজ্যের করোনা সংক্রমণ। তবে সোমবার থেকে ফের স্বস্তি ফিরেছে। সোমবার সন্ধ্যায় রাজ্যের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। এই নিয়ে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৭২ হাজার ৭২৮।