৩০ বছরের পর প্রথম মা হওয়া কি অসুবিধার? কী বলছেন বিজ্ঞানীরা
![৩০ বছরের পর প্রথম মা হওয়া কি অসুবিধার? কী বলছেন বিজ্ঞানীরা ৩০ বছরের পর প্রথম মা হওয়া কি অসুবিধার? কী বলছেন বিজ্ঞানীরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/01/92505-415403-pregnant.jpg)
ওয়েব ডেস্ক: প্রচলিত ধারণা অনুয়ায়ী, মহিলারা ৩০ বছরের বেশি বয়সী হলে অন্তঃসত্ত্বা না হওয়াই শ্রেয়। কারণ এর ফলে সন্তান জন্মে সমস্যা দেখা দিতে পারে। বেশি বয়সে সন্তানসম্ভবা হলে, শারীরিকভাবে মায়েরও ক্ষতি হয়। এমন কথাও শোনা গিয়েছে এতদিন ধরে।
কিন্তু, সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুয়ায়ী, ৩০ বছরের পরে যে মহিলারা প্রথমবার মা হয়েছেন, তাঁদের আয়ু অন্যান্যদের তুলনায় বেশি হয়েছে বলে দেখা গিয়েছে। অর্থাৎ, যে মহিলারা ৩০ বছরের আগেই মা হয়েছেন, তাঁদের তুলনায় তিরিশোর্ধ্ব মহিলাদের আয়ু বেশি।
এমনই এক রিপোর্ট প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ পাবলিক হেল্থ’-এ। পোর্তুগালের কোয়েমব্রা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে গবেষণা করে এমন রিপোর্ট প্রস্তুত করেছেন।
মূলত, মহিলাদের আয়ুর ক্ষেত্রে তাঁর মা হওয়া নিয়েই গবেষণা করেছিলেন পোর্তুগালের বিজ্ঞানীরা। এবং তাতেই পুরনো ধারণা পাল্টে দিয়েছেন তাঁরা। তাঁদের মতে, মায়ের বয়স ৩০ বছরের উপরে হলে, ডিএনএ-র উপরে ভাল প্রভাব পড়ে।
তবে, বিজ্ঞানীরা এই মর্মে কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারেননি যে, কেন বেশি বয়সে সন্তানধারণ করলে আয়ু বৃদ্ধি পায়।