করোনার টিকা তৈরি করল বিশ্বের অন্যতম সিগারেট প্রস্তুতকারী সংস্থা! প্রস্তুত পরীক্ষার জন্য

মনুষের শরীরে এই প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের জন্যেও তৈরি তাঁরা, এমনটাই দাবি ওই সংস্থার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা।

Edited By: সুদীপ দে | Updated By: May 17, 2020, 01:48 PM IST
করোনার টিকা তৈরি করল বিশ্বের অন্যতম সিগারেট প্রস্তুতকারী সংস্থা! প্রস্তুত পরীক্ষার জন্য

নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই ফ্রান্সের বিজ্ঞানীরা দাবি করেছিলেন, Covid-19-এর সংক্রমণ রুখে দিতে পারে নিকোটিন! শুধু তাই নয় এই ভাইরাসকে সম্পূর্ণ রূপে বিনষ্ট করার ক্ষমতাও রয়েছে এই উপাদানে। এ বার করোনার প্রতিষেধক তৈরি করে ফেলল বিশ্বের অন্যতম সিগারেট প্রস্তুতকারী সংস্থা ব্রিটিশ আমেরিকান টোবাকো। মনুষের শরীরে এই প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের জন্যেও তৈরি তারা, এমনটাই দাবি ওই সংস্থার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা।

শুক্রবার নামী এই সিগারেট প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, এর আগের ক্লিনিক্যাল ট্রায়ালে আশানুরূপ ফল মিলেছে। এ বার অপেক্ষা মনুষের শরীরে এই প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল জেনে নেওয়ার। সংস্থা জানিয়েছে, আপাতত মনুষের শরীরে এই প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অর্থ সংগ্রহ করছেন তাঁরা।

এ দিকে ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছে নামী ফার্মাসিউটিক্যাল সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। জুনের শুরুতেই মনুষের শরীরে তাদের তৈরি প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল জানা যাবে। এই পরীক্ষা যদি সফল হয়, তাহলে তার পরই প্রতিষেধক তৈরির কাজ শুরু করবে এই সংস্থা।

অন্য দিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রতিষেধক তৈরির ক্ষেত্রে সাফল্যে পথে আরও একধাপ এগলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের পাশাপাশি বাঁদরের উপরেও করোনার টিকা পরীক্ষা করে দেখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা! এর উদ্দেশ্য হল, এই প্রতিষেধকটির প্রয়োগে শরীরে কোনও রকম ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা, তা দেখে নেওয়া।

আরও পড়ুন: রক্তদানের সময় কি করোনভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে?

দেখা গিয়েছে, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে এই প্রতিষেধকটি (ChAdOx1 nCoV-19)। সবচেয়ে উল্লেখযোগ্য হল, এই প্রতিষেধকটির প্রয়োগে ওই বাঁনরদের শরীরে কোনও ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলেই জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর ফলে মানুষের উপরেও এই প্রতিষেধকটি প্রয়োগের ভরসা পাচ্ছেন বিজ্ঞানীরা। সব মিলিয়ে করোনা রুখতে জোর কদমে চেষ্টা চালাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা। ধাপে ধাপে সাফলের দিকে এগোচ্ছেন তাঁরা। ফলে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাচ্ছেন, আশার আলো দেখছেন চিকিৎসক থেকে লক্ষ লক্ষ সাধারণ মানুষ।

.