ওয়েব ডেস্ক: বিভিন্ন কারণে এখন হামেশাই ত্বকের ক্যানসারের মাত্রা বাড়তে দেখা যাচ্ছে। যা হয়তো বহু ওষুধ খেয়েও সম্পূর্ণভাবে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সারানো সম্ভব নয়, তাই এবার সম্ভব দুই সব্জির মাধ্যমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি একটি তথ্যে জানা গিয়েছে যে, ব্রকোলি এবং ফুলকপি তে যে উপকারী উপাদান রয়েছে, তা সম্ভাবত ত্বকের ক্যানসার সারাতে সাহায্য করে। ব্রকোলি এবং ফুলকপি মেলানোমার টিউমার ধ্বংস করে। পাশাপাশি সুস্থ কোষগুলিতেও কোনওরকম ক্ষতি করে না। ক্যানসার আক্রান্ত অংশের ম্যালিগন্যান্ট কোষ ধ্বংস করে কিন্তু সেই জায়গারই সুস্থ কোষগুলি একেবারে অক্ষত থাকে।


মেলানোমা, ইউভি রশ্মির কারণে এই রোগ হয়ে থাকে। আর এটিই সবথেকে ভয়ঙ্কর ত্বকের ক্যানসার । একেবারে প্রথম ধাপে ধরা পড়লে অপারেশনের মাধ্যমে এই রোগ নির্মূল করা সম্ভব। কিন্তু এই রোগ যদি একবার বেড়ে যায়, তাহলে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের ক্যানসার কোষ ধ্বংস করতে পারে ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপি, মুলোর মতো সব্জি ।