জুনেই বাজারে আসছে ক্যাপসুলের মতো পেসমেকার
হৃদরোগীদের জন্য সুখবর। এই জুনেই বাজারে আসতে চলেছে বিশ্বের সবচেয়ে ছোটো পেসমেকার। যা দেখতে ঠিক একটা ভিটামিন ক্যাপসুলের মতো।
![জুনেই বাজারে আসছে ক্যাপসুলের মতো পেসমেকার জুনেই বাজারে আসছে ক্যাপসুলের মতো পেসমেকার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/28/50651-pacemaker.jpg)
ওয়েব ডেস্ক : হৃদরোগীদের জন্য সুখবর। এই জুনেই বাজারে আসতে চলেছে বিশ্বের সবচেয়ে ছোটো পেসমেকার। যা দেখতে ঠিক একটা ভিটামিন ক্যাপসুলের মতো।
নতুন ধরনের এই পেসমেকারে ব্যবহার করা হচ্ছে, সবচেয়ে উন্নতমানের প্রযুক্তি। যা দীর্ঘমেয়াদি ভিত্তিতে সুফল দেবে।
নতুন এই পেসমেকার বসানোর পদ্ধতিও খুব সহজ। সেভাবে অস্ত্রপচারের কোনও ঝক্কি পোহাতে হবে না। তবে, এই ক্যাপসুল পেসমেকারেরের দাম অবশ্য কিছুটা বেশিই পড়বে। নতুন এই পেসমেকারের পোশাকি নাম মাইক্রা ট্রান্সক্যাথিটার পেসিং সিস্টেম।
চিকিত্সকরা জানিয়েছেন, নতুন এই পেস মেকার বসানো অবস্থায় এখন থেকে MRI স্ক্যান করার ক্ষেত্রেও কোনও অসুবিধা হবে না রোগীদের।