এবার দক্ষিণ আফ্রিকায় শুরু হল অক্সফোর্ডের তৈরি করোনা টিকার ট্রায়াল!

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই ট্রায়াল আসলে অক্সফোর্ডের তৈরি করোনা প্রতিষেধকের VIDA ট্রায়ালেরই অন্তর্ভূক্ত।

Edited By: সুদীপ দে | Updated By: Jun 24, 2020, 08:01 PM IST
এবার দক্ষিণ আফ্রিকায় শুরু হল অক্সফোর্ডের তৈরি করোনা টিকার ট্রায়াল!
—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি প্রতিষেধকটির উৎপাদনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ‘অ্যাস্ট্রা জেনিকা’ (AstraZeneca) এবং ভারতের সিরাম ইনস্টিটিউট-এর (Serum Institute of India)।

টিকা উৎপাদনের পাশাপাশি এর তৃতীয় তথা অন্তিম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। মোট ৪২ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে এ বার এই টিকা প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০ হাজার, ইংল্যান্ডের ১০ হাজার এবং ব্রাজিলে অন্তত ২ হাজার স্বেচ্ছাসেবক। তবে এই ৪২ হাজার স্বেচ্ছাসেবকের উপর ট্রায়ালের পাশাপাশি দক্ষিণ আফ্রিকাতেও এ বার শুরু হল অক্সফোর্ডের তৈরি করোনা টিকার ট্রায়াল!

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই ট্রায়াল আসলে অক্সফোর্ডের তৈরি করোনা প্রতিষেধকের VIDA ট্রায়ালেরই (The Vitamin D Assessment or VIDA-Trial) অন্তর্ভূক্ত। এর জন্য জোহনেসবার্গের উইটওয়টারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের (University of the Witwatersrand) গবেষকরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে একজোটে কাজ করছেন।

আরও পড়ুন: করোনার বিরুদ্ধে দ্রুত শক্তি হারাচ্ছে অ্যান্টিবডি! চাঞ্চল্যকর ইঙ্গিত মিলল সমীক্ষায়

তবে প্রতিষেধকটির চূড়ান্ত পর্বের হিউম্যান ট্রায়ালের ফলাফল না পাওয়া পর্যন্ত এটির সুরক্ষা এবং কার্যকারিতার দিক বিবেচনা করে এটিকে বাজারে ছাড়া হবে না। তা সত্ত্বেও করোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে জরুরি ভিত্তিতে করোনা টিকার জোগান দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখছে ‘অ্যাস্ট্রা জেনিকা’ (AstraZeneca) বা সিরাম ইনস্টিটিউট-এর (Serum Institute of India) মতো সংস্থা।

.