(প্রথম পর্ব)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুদীপ দে: আমাদের অনেকেই ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ শব্দটির সঙ্গে বেশ পরিচিত। ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ একটি অস্ত্রপচারের নাম যার সম্পর্ক সরাসরি হৃদরোগের সঙ্গে। সভ্যতা বা চিকিত্সা বিজ্ঞান সময়ের সঙ্গে সঙ্গে যতই উন্নত হোক না কেন, এখনও হাজার হাজার মানুষের মৃত্যু হয় হৃদরোগে। কিন্তু ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকলে ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাঁদের হেমোডায়ালিসিস (কৃত্রিম উপায়ে কিডনিকে ক্রিয়াশীল রাখার পদ্ধতি) চলছে বা যাঁদের রক্তে শর্করার মাত্রা বিপদ সীমায় রয়েছে, তাঁদের ক্ষেত্রে ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ অস্ত্রপচার মারাত্মক বিপজ্জনক হতে পারে, হতে পারে মৃত্যুও! কিন্তু এমন হওয়ার কারণ কী? আসুন জেনে নেওয়া যাক এ বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ দিলীপ কুমার কী বলছেন...


হার্ট এক্স-রে বা অ্যাঞ্জিওগ্রাম করার সময় এক ধরনের ঘন, পিচ্ছিল, তরল জাতীয় পদার্থ ত্বকের উপর মাখিয়ে দেওয়া হয়। ঘন, পিচ্ছিল, তরল জাতীয় পদার্থটি হল কনট্রাস্ট ডাই। এর ফলে ক্রিয়েটিনিন-এর মাত্রা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বৃদ্ধি পেতে শুরু করে, ৩ থেকে ৫ দিনে ক্রিয়েটিনিনের মাত্রা চূড়ান্ত সীমায় পৌঁছায় এবং ৭ থেকে ১৪ দিনের মধ্যে ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ডঃ কুমার জানান, যাঁদের ডায়াবেটিস বা কিডনির সমস্যা রয়েছে, তাঁদের মধ্যে ২ শতাংশ মানুষ কনট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি (CIN)-এ আক্রান্ত হন। এই কনট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি ডায়াবেটিস, হৃদরোগ এমনকি কিডনিরও নানা দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি করতে পারে। যাঁদের মধ্যে এ সব সমস্যা আগে থেকেই রয়েছে, তাঁদের শারীরিক পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে এ ক্ষেত্রে কনট্রাস্ট ডাই ব্যবহার করে ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ অস্ত্রপচার মৃত্যুর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।


আরও পড়ুন: ঝুঁকিহীন অ্যাঞ্জিওপ্লাস্টি অস্ত্রপচারের নতুন দিশা আইভাস (IVUS) পদ্ধতি


তাহলে ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকলে কি ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ অস্ত্রপচার করা চলবে না? শুধুমাত্র ওষুধের সাহায্যেই কোনও রকমে বেঁচে থাকতে হবে? একেবারেই নয়। উপায় আছে। আধুনিক চিকিত্সা বিজ্ঞনে কনট্রাস্ট ডাই ব্যবহার না করেও ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ অস্ত্রপচার করা সম্ভব। রয়েছে এর বিকল্প ব্যবস্থাও। সেই বিকল্প ব্যবস্থা কাজে লাগিয়ে প্রায় ঝুঁকিহীন ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’র উপায় জানাবেন ডঃ দিলীপ কুমার। উপায় জানতে নজর রাখুন এর দ্বিতীয় (শেষ) পর্বে...