Corona Update: তৃতীয় ঢেউয়ের আতঙ্কে নিম্নমুখী সংক্রমণ গ্রাফ, কমল সক্রিয় রোগীর সংখ্যাও
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে কত টিকা? জানাল কেন্দ্র।
নিজস্ব প্রতিবেদন: তৃতীয় ঢেউয়ের আতঙ্কে কাবু দেশ। এই পরিস্থিতিতে স্বস্তির বার্তা দিচ্ছে দেশের কোভিড গ্রাফ। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৭ জনের। অ্যাকটিভ রোগীর গ্রাফও নিম্নমুখী। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগী ৪ লক্ষ ২ হাজার ১৮৮ জন। দেশে সুস্থতার হার ৯৭.৪০ শতাংশ।
টিকার যথাযথ সরবরাহ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য়। এই পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ৫২.৪০ কোটি টিকা দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং বেসরকারি হাসপাতালে মজুত রয়েছে ২.৩৩ কোটি টিকা।
আরও পড়ুন: Covid-19: টিকা নেওয়ার পর কয়েক সেকেন্ডে হোয়াটসঅ্যাপে শংসাপত্র, জেনে নিন নম্বর
আরও পড়ুন: COVID-19: Covaxin-Covishield-এর মিক্সিং ও ম্যাচিংয়ে মিলেছে কার্যকরী রেজাল্ট, জানাল ICMR
রবিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৭০ জন। রবিবার দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যু হয়েছিল ৪৯১ জনের। দেশে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল ৪ লক্ষ ৬ হাজার ৮২২।