নিজস্ব প্রতিবেদন: দেশে কিছুটা বাড়ল স্বস্তি। শুক্রবার কোভিড গ্রাফে ফের উন্নতি দেখা গেল। গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ ও মৃত্যুর হার। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দেশে নতুন করে কোভিড পজিটিভ ২৫ হাজার ৯২০। মৃত্যু হয়েছে ৪৯২ জনের। দুই পরিসংখ্যানই বৃহস্পতিবারের চেয়ে অনেকটা কম। নিম্নমুখী পজিটিভিটি রেটও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা কমেছে প্রায় ৫ হাজার মতো। বৃহস্পতিবার পজিটিভিটি রেট ছিল ২.৬১ শতাংশ। শুক্রবার কমে দাঁড়াল ২.০৭ শতাংশ। সেই হারে কিছুটা স্বস্তি দেশে। গত ২৪ ঘণ্টায় মহামারীর দাপট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন দেশের ৬৬ হাজার ২৫৪ জন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪ কোটি ১৯ লক্ষ ৭৭ হাজার ২৩৮। সুস্থতার হার ৯৮.১২ শতাংশ।


আরও পড়ুন, COVID 19 Brain fog: করোনামুক্ত হয়েও অনেকে ভুগছেন মারাত্মক 'COVID 19 Brain fog'-এ, জেনে নিন এর উপসর্গ


অন্যদিকে, দেশে আক্রান্তের মধ্যে শীর্ষে কেরল। এরপর রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু। বাংলায় করোনা সংক্রমণ নিম্নমুখী। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬৭ জন। যা বুধবারের তুলনায় সামান্য বেশি। বুধবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৩৯ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১২ হাজার ৪৭৫ জন।


রাজ্যে অনেকটাই কমেছে মৃত্যু সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ১৮। তবে গত কয়েক সপ্তাহ আগেও করোনায় রাজ্যে মৃত্যুর সংখ্যা ২০ এর উপর ছিল।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App