নিজস্ব প্রতিবেদন: তিনদিন পর দেশের দৈনিক সংক্রমণ সামান্য বাড়ল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। কিছুটা কমেছে মৃতের সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ১৭৬।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১২ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে দেশে কমল সক্রিয় রোগীর সংখ্যা। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ০৮৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৪৯৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৭৫৫।  


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৭৫ কোটি ৮৯ লক্ষ ১২ হাজার ২৭৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টা টিকা নিয়েছেন ৬১ লক্ষ ১৫ হাজার ৬৯০ জন। 


আরও পড়ুন, Covid 19: কোভিড নেগেটিভ হয়েও ভাইরাস ছড়াচ্ছেন, চিনে ফের সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে এই ব্যক্তি


বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লক্ষ ৪৭ হাজার ৭৩৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৫৭ লক্ষ ৩৯ হাজার ৪২৫।


অন্যদিকে, তৃতীয় ঢেউয়ের ( Third Wave) আগে উদ্বেগের কথা শোনাল খোদ আইসিএমআর (ICMR)। টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন অনেকে। এবার ভুবনেশ্বরে অবস্থিত আইসিএমআরের আঞ্চলিক মেডিকেল রিসার্চ সেন্টারের (RMCR) গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় দেখা গিয়েছে, কোভ্যাক্সিন (Covaxin) গ্রহীতাদের মধ্যে টিকা নেওয়ার দু'মাস পরে ও কোভিশিল্ড (Covishield) গ্রহীতাদের তিন মাসের মধ্যে কমতে থাকে অ্যান্টিবডি (Antibody)।    


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)