নিজস্ব প্রতিবেদন: পুজোর আগে বেশ কিছুটা কমল সংক্রমণ। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৩২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন দেশে। শনিবারের সংক্রমণ থেকে যা অনেকটাই কম। মৃত্যুও কমেছে গতকালের থেকে। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৯ হাজার ৬১৬ জন। বেশ কিছুদিন পর ৩০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ রয়েছে। রবিবারও আক্রান্ত কমায় কিছুটা স্বস্তি দেশে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেশে কোভিডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৪৭৬ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডকে হারিয়ে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩২ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৯ লক্ষ ২ হাজার ৩৫১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। 


আরও পড়ুন, CoWin শংসাপত্রে জন্মতারিখ থাকা বাধ্যতামূলক, ভারত-ব্রিটেন বৈঠকে নয়া সিদ্ধান্ত


শুক্রবার দৈনিক মৃত্যু ৩০০ গণ্ডি পেরোলেও শনিবার করোনার দৈনিক মৃত্যু পরিসংখ্যান ছিল ২৯০। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী একদিনে মৃত্যু হয়েছে ২৬০ জন। এখনও পর্যন্ত দেশে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪৬ হাজার ৯১৮ জন। এখনও পর্যন্ত ৮৫ কোটি ৬০ লক্ষেরও বেশি টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৬৮ লক্ষের বেশি। 


এরই মধ্যে সামান্য নিয়ন্ত্রণে এসেছে কেরলের পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৬ হাজারের কিছু বেশি। এক সপ্তাহ আগে দক্ষিণের এই রাজ্যে দৈনিক ২৫ হাজারের ওপরে ছিল সংক্রমণ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)