Coronavirus: দেশে ফের বাড়ল করোনায় মৃতের সংখ্যা, কিছুটা কমল সংক্রমণ
বৃহস্পতিবারের থেকে অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়েই ওমিক্রন আতঙ্ক জারি রয়েছে, এরমধ্যেই দেশে ফের বাড়ল মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ল প্রায় চারগুণ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬২৪ জন। তবে বৃহস্পতিবারের থেকে অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫০৩ জন।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯৪ লক্ষ ৯৪৩। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ৭৩৫ জন। এই মুহূর্তে দেশে করোনায় মৃত্যু হার ১.৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৬৭৮ জন। ইতিমধ্যেই দেশের ৩ কোটি ৪১ লক্ষ ৫ হাজার ৬৬ জন করোনামুক্ত হয়েছেন।
টিকাকরণের হারও এগোচ্ছে দ্রুত গতিতেই। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশে ১৩১ কোটি ১৮ লক্ষ ৮৭ হাজার ২৫৭ জনের টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৮৪ লক্ষের বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন বলে জানা যাচ্ছে রিপোর্টে।
আরও পড়ুন, Omicron: করোনা টিকার বুস্টার ডোজ কি রুখতে পারবে ওমিক্রনকে, কী বলছেন গবেষকরা?
কোভিড-১৯-এর এই নয়া ভ্যারিয়েন্ট সারা বিশ্বে এক আতঙ্কের জন্ম দিয়েছে। B.1.1.529 প্রথম ধরা পড়ে দক্ষিণ আফ্রিকায়। এই সূত্রে জন বলেন, ভারতের জনগোষ্ঠী কোভিডের দু'টি পর্বের ঘায়ে অনেকটাই রোগপ্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পেরেছে। ফলে এখনই ওমিক্রনের প্রাদুর্ভাব নিয়ে অতটা বিপদের আশঙ্কা করার কিছু নেই।
তবে মাস্ক পরা আর সামাজিক দূরত্ববিধি পালনের মতো পন্থাতেই আস্থা রাখার পরামর্শ দিয়েছেন অধিকাংশ বিজ্ঞানীরা। এতে আস্থা স্থাপন করেছেন আমেরিকার করোনা বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। তবে এসবের পাশাপাশি তিনি ভরসা রাখছেন বুস্টার ডোজ ও টিকাকরণের উপরেও।