নিজস্ব প্রতিবেদন: দেশের দৈনিক সংক্রমণ এক লাফে অনেকটা কমে যাওয়ার পর ফের বৃদ্ধি পেল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে ৩৮ হাজারের বেশি। কিন্তু কমেছে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা। তবে চিন্তার বিষয় হল, ফের বাড়েছে সংক্রমণের হার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬১৭ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৯ লক্ষ ১২ হাজার ৯০৭ জন। বিশ্বব্যাপী করোনা আক্রান্তে দ্বিতীয় স্থানে ভারত।  প্রথম স্থানে থাকা আমেরিকার মোট আক্রান্ত প্রায় দেড় কোটি। আমেরিকায় প্রতি সেকেন্ডে একাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। 


আরও পড়ুন: মাউথওয়াশে মাত্র ৩০ সেকেন্ডেই খতম করোনাভাইরাস! বলছে নতুন গবেষণা


তবে এ দেশের করোনা গ্রাফ দিচ্ছে স্বস্তির বার্তা। একলাফে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনায় প্রাণ হারিয়েছে  ১ লক্ষ ৩০ হাজার ৯৯৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৭৪ জন। দেশের মৃত্যুর এক তৃতীয়াংশ মহারাষ্ট্রে। সেখানে প্রাণ গিয়েছে প্রায় ৪৬ হাজার জনের। তবে তালিকার প্রথম তিনের মধ্যে নেই পশ্চিমবঙ্গের নাম। ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হারও অনেক বেশি। গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৬ হাজার ৫৯৬জন।