Covid Cases in Bengal: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৩৯, বাড়ল পজিটিভিটি রেট

গত একদিন রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৫২ জন। আর এখনওপর্যন্ত রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৯,৯৮,৩০৬ জন। সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ

Updated By: Jun 11, 2022, 10:26 PM IST
Covid Cases in Bengal: গত ২৪  ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৩৯, বাড়ল পজিটিভিটি রেট

নিজস্ব প্রতিবেদন: মাস্ক, সামাজিক দূরত্বের বালাই নেই, রাস্তাঘাটে বেহাল তবিয়তে ঘুরছেন মানুষজন। দেশের পাঁচটি রাজ্যকে এনিয়ে সতর্ক করেছে কেন্দ্র। বিমান যাত্রীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ।

রাজ্য সরকারে বুলেটিন অনুয়ায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১০৭ জন। গত একদিনে পজিটিভিটি রেট লাফিয়ে হয়েছে ১.৮২ শতাংশ। কোনও মৃত্যুর খবর নেই।

গত একদিন রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৫২ জন। আর এখনওপর্যন্ত রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৯,৯৮,৩০৬ জন। সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ। এখনওপর্যন্ত এরাজ্যে করোনার শিকার হয়েছেন ২১,২০৫ জন। 

রাজ্য সরকারে দেওয়া পরিসংখ্যান অনুয়ায়ী করোনা সন্দেহে হোম আইসোলেশনে রাখা হয়েছে ৬৪৩ জনকে। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯ জন।  

আরও পড়ুন-Jalpaiguri Govt Engineering College: করোনা আক্রান্ত একাধিক পড়ুয়া, ছুটি ঘোষণা জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.