নিজস্ব প্রতিবেদন:  ভ্যাকসিন নিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে কেন্দ্র। পরিস্থিতি সামাল দিতে গতকালই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে দেশের সব মানুষকে করোনা ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে। পাশাপাশি আজ দিল্লি এইমস প্রধান ডা রণদীপ গুলেরিয়া জানিয়ে দিলেন, জুলাইয়ের শেষ থেকে দৈনিক ১ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবে কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কানাডার এক বোর্ডিং স্কুল থেকে মিলল ২১৫টি শিশুর দেহাবশেষ!


দেশের দুটি কোম্পানি ভ্যাকসিন(Covid Vaccine) তৈরি করছে। তারপরেও এখনওপর্যন্ত দেশের ২১ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। এনিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। তবে এইমস প্রধান বলেন, দেশের সবাইকে ভ্যাকসিন দিতে গেলে এর উত্পাদন বাড়াতে হবে পাশাপাশি বিদেশ থেকেও ভ্যাকসিন আমদানি করতে হবে। তবে আশকরি জুলাইয়ের শেষদিকে রোজ ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে।


উল্লেখ্য, ফাইজার(Pfizer) ও মর্ডানার মতো কোম্পানি দিল্লি, পঞ্জাবের মতো রাজ্যকে ভ্যাকসিন বিক্রি করতে অস্বীকার করেছে। তাদের দাবি, ভ্যাকসিন বিক্রির ব্যাপারে তারা কেন্দ্রের সঙ্গে কথা বলবে। পাশাপাশি ওই দুই কোম্পানি বিশ্বের অন্যান্য দেশের ভ্যাকসিন চাহিদাও মেটাতে পারছে না। ফলে গুলেরিয়ায় দাবি মতো কেন্দ্র যদি ভ্যাকসিন কেনার চেষ্টাও করে তাহলে তা কবে আসবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।


আরও পড়ুন-ওড়িশা-গুজরাটে বিরোধী দলনেতাকে ডাকা হল না কেন? ফাঁকা চেয়ারের ছবি পরিকল্পিত: Mamata


অন্যদিকে, গতকাল প্রকাশ জাভরেকর জানিয়ে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে দেশের সবাইকে ভ্যাকসিন দেওয়া যাবে। কারণ ডিসেম্বরের মধ্যে ২১৬ কোটি ভ্যাকসিন তৈরি হয়ে যাবে।  ফলে খুব সহজেই দেশের বাকী ২০৮ মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে। তবে এইমস(AIIMS) প্রধানের কথা মতো ডিসেম্বরের শেষপর্যন্ত মোট ১৫০ কোটি ভ্যাকসিন তৈরি করা যাবে। ফলে ২১৬ কোটি কীভাবে তৈরি হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।