আবারও 'আচ্ছে দিন'কে বিঁধলেন রাহুল

কেন্দ্রের কোভিড-তথ্য নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী।

Updated By: May 27, 2021, 02:42 PM IST
আবারও 'আচ্ছে দিন'কে বিঁধলেন রাহুল

নিজস্ব প্রতিবেদন: আবারও তীব্র আক্রমণাত্মক রাহুল গান্ধী। আবারও সমালোচনা করলেন কেন্দ্রকে। ব্যঙ্গ করলেন 'আচ্ছে দিন'কে।

আজ, বৃহস্পতিবার দুপুর নাগাদ হিন্দিতে একটি টুইট করেছেন রাহুল গান্ধী। 

তাঁর হিন্দি টুইটের ভাষা এরকম:  
केंद्र सरकार की प्राथमिकता- सोशल मीडिया, झूठी इमेज।
जनता की प्राथमिकता- रिकॉर्ड तोड़ महँगाई, कोरोना वैक्सीन।
ये कैसे अच्छे दिन!

আরও পড়ুন: গ্যাস বেলুন পিঠে বেঁধে ওড়ানো হচ্ছে কুকুর, ভাইরাল হতে গ্রেফতার YouTuber

বাংলায় বিষয়টা এরকম: 
কেন্দ্রীয় সরকারের (Central Government) অগ্রাধিকার-- সোশ্যাল মিডিয়া, ভুয়ো ভাবমূর্তি।
জনগণের (public) অগ্রাধিকার-- রেকর্ড মূল্যস্ফীতি (inflation), করোনার ভ্যাকসিন।
শেষে রাহুলের সংযোজন-- এ কী আচ্ছে দিন!

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই রাহুল গান্ধীর সঙ্গে কেন্দ্রের এই রকম বাগযুদ্ধ চলছে। আজ, বৃহস্পতিবারই কেন্দ্রীয়  স্বাস্থ্যমন্ত্রী রাহুল গান্ধীকে 'শকুন' বলে সমালোচনা করেছেন। রাহুল গান্ধী কেন্দ্রের কোভিড-তথ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন।  

আরও পড়ুন: ভারতের নতুন ডিজিটাল বিধি মেনেই চলবে তারা, সাড়া টুইটারের

.