নিজস্ব প্রতিবেদন: ভ্যাকসিনের অনুমতি মেলায় অনেকটাই স্বস্তির হাওয়া বইছিল ব্রিটেনের। কিন্তু শুরুকেই ধাক্কা। Pfizer এর ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়লেন দুই স্বেচ্ছাসেবক। তাদের দেহ অ্যালার্জির প্রবণতা ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'বিহারের কথা ভাবুন, বাংলাতেও ২০০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি'  


মঙ্গলবার ওই দুই স্বেচ্ছাসেবককে Pfizer এর ভ্যাকসিন দেওয়া হয়। তার পরেই তাদের দেহে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। এর পরেই যাদের অ্যালার্জি রয়েছে তাদের Pfizer এর করোনা ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে সতর্ক করল ব্রিটেনের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রডোক্ট রেগুলেটরি এসেন্সি(MHRA)। বলা হয়েছে যাদের কোনও রকম অ্যালার্জি রয়েছে তাদের আপাতত Pfizer ভ্যাকসিন নেওয়া উচিত নয়।


আরও পড়ুন-'পুরনো দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করো', দুর্গাপুরে তৃণমূল নেতা ও কাউন্সিলরদের বার্তা মমতার


MHRA-র ডিরেক্টর স্টিফেন্স পোইস বলেন, Pfizer এর টিকা নেওয়ার ২ জন অসুস্থ হয়ে পড়েন। চিকিত্সার পর এখন তাঁরা সুস্থ হয়ে উঠেছেন। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাদের অ্যালার্জি করেছে তাদের আপাতত টিকা নিয়ে নিষেধ করা হচ্ছে।


প্রসঙ্গত, ব্রিটেন জুড়ে আপাতত ৮ লাখ Pfizer-র ভ্যাকসিনের ডোজ দেওয়া শুরু হয়েছে। এমাসের শেষেই আরও কয়েক লাখ মানুষকে ওই ভ্যাকসিন দেওয়া হবে।