'বিহারের কথা ভাবুন, বাংলাতেও ২০০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি'

নাড্ডা আরও বলেন, মধ্যপ্রদেশ, মণিপুর, তেলঙ্গানা, হায়দরাবাদের পুরসভা নির্বাচন, রাজস্থানে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচনের ফল দেখুন। বিহারে আমরা ৭৪ আসন জিতেছি। সব জায়গায় জিতেছে বিজেপি

Updated By: Dec 9, 2020, 04:21 PM IST
'বিহারের কথা ভাবুন, বাংলাতেও ২০০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি'

নিজস্ব প্রতিবেদন: বিরোধীদের কোনও হিসেব মিলবে না। একুশে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি। বুধবার দুপুরে হেস্টিংসে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করে দাবি করলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আরও পড়ুন-গুলির লড়াইয়ে উত্তপ্ত পুলওয়ামা, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৩ আল বদর জঙ্গি  

এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নাড্ডা বলেন, রাজ্যে সংগঠন বিস্তারের সঙ্গে ধৈর্য ধরতে হবে। কেউ এরাজ্যে বিজেপিকে ঠেকাতে পারবে না। বিহার বিধানসভা নির্বাচনে অনেকেই অনেক কথাই বলেছিল। অনেক সেফলজিস্ট ভবিষ্যবাণী করেছিলেন, এবার বিজেপির কোনও চান্স নেই। বিহারের মানুষ দেখিয়ে দিয়েছে। ভবিষ্যতবাণী যারা করেছিলেন তারা জানত না কেন্দ্রে রয়েছে মোদীজির সরকার।

নাড্ডা আরও বলেন, মধ্যপ্রদেশ, মণিপুর, তেলঙ্গানা, হায়দরাবাদের পুরসভা নির্বাচন, রাজস্থানে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচনের ফল দেখুন। বিহারে আমরা ৭৪ আসন জিতেছি। সব জায়গায় জিতেছে বিজেপি। এরাজ্যেও বিজেপিকে থামানোর মতো কোনও শক্তি নেই। আপনাদের ভরসা দিচ্ছি, একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় ২০০ আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি সরকার।

আরও পড়ুন-নজরে একুশের বিধানসভা, কর্পোরেট কায়দায় তৈরি বিজেপির বিশাল ওয়াররুম 

রাজ্যে বিজেপির ক্রমাগত সাফল্যের খতিয়ান তুলে ধরে নাড্ডা বলেন, ২০০১ সালে পশ্চিমবঙ্গে বিজেপি  ভোট পেয়েছিল মাত্র ৪ শতাংশ। কোনও আসন ছিল না। ২০১৪ সালে বিজেপি রাজ্যে ২টি আসন দখল করে। ভোট বেড়ে হয় ৯ শতাংশ।  ২০১৮ সালে আমরা পেয়েছি ১৮ লোকসভা আসন। ভোট বেড়েছে ৪০ শতাংশ। তাই ধৈর্য ধরুন।   

.