Immunity বাড়াতে Covaxin-র থেকে বেশি কার্যকর Covishield-র প্রথম ডোজ: ICMR

কোভাক্সিনের প্রথম ডোজের পরে, মানুষের শরীরে ইমিউনিটি ক্ষমতা তত বেশি বাড়ছে না। 

Updated By: May 21, 2021, 03:24 PM IST
Immunity বাড়াতে Covaxin-র থেকে বেশি কার্যকর Covishield-র প্রথম ডোজ: ICMR

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি কোভিশিল্ড টিকার দুটি ডোজের মধ্যে গ্য়াপ ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছে। যা আগে ছিল ৬ থেকে ৮ সপ্তাহ। সরকারের বিশেষজ্ঞদের প্যানেল কো-ভ্যাক্সিনের দুটি ডোজের গ্যাপ বাড়ানোর বা বদলের কোনও পরামর্শ দেয়নি। পূর্বের মতো ৪ সপ্তাহ বাদই কোভ্যক্সিনের দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। 

কেন হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হল ? 

সম্প্রতি পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, কো-ভিশিল্ডের প্রথম ডোজই মানুষের শরীরে ইমিউনিটি পাওয়ার শক্তিশালী করে তুলছে। তাই দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য সময়সীমা বাড়ানোর প্রয়োজন রয়েছে। একসঙ্গে দুটি ডোজ শরীরের অন্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার কারণ হতে পারে। 

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর প্রধান ডাঃ বলরাম ভর্বাভা জানিয়েছেন, কোভিশিল্ডের প্রথম ডোজ হওয়ার পরে ইমিউনিটি অনেকটাই বেড়ে যাচ্ছে এবং তিন মাসের ব্যবধানে পরবর্তী ডোজ নিলে সবচেয়ে ভাল ফলাফল দেবে।  

তবে কোভাক্সিনের প্রথম ডোজের পরে, মানুষের শরীরে ইমিউনিটি ক্ষমতা তত বেশি বাড়ছে না,  দ্বিতীয় ডোজ নেওয়ার পরই ভ্যাকসিনের কার্যকারিতা নিশ্চিত হচ্ছে। এর জন্য চার সপ্তাহ পরই নেওয়া উচিত কো-ভ্যাকসিন। 

.