নিজস্ব প্রতিবেদন: দেশের দৈনিক সংক্রমণ সামান্য হলেও কমল। টানা ১৩ দিন পর সংখ্যাটা কমে আড়াই লক্ষের বেশি হয়েছে। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। সোমবারের তুলনায় সংখ্যাটা প্রায় ১৪ হাজার কম। সংক্রমণ একটু কমলেও দৈনিক মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: EPF Withdrawal: করোনা চিকিৎসায় PF Loan এর সুবিধা, জানুন কিভাবে


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুয়ায়ী গত ২৪ ঘণ্টায় আড়াই লাখের বেশি নতুন সংক্রমণের জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৫৩ হাজার ২১ হাজার ৮৯। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১ হাজার ৭৬১ জন। এ নিয়ে দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা হল ১ লক্ষ ৮০ হাজার ৫৩০। দেশের তিন রাজ্যে মৃত্যুর সংখ্যাটা খুবই উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৩৫১ জন। কর্নাটক এবং উত্তরপ্রদেশে সংখ্যাটা প্রায় ১৫০-র মত। দিল্লিতে রোজ মৃত্যুর সংখ্যা ২৪০।


আরও পড়ুন: দেশের দুই টিকা প্রস্তুতকারক সংস্থাকে ৪৫০০ কোটির ঋণ দিচ্ছে কেন্দ্র


প্রতিদিন ২ লক্ষাধিক মানুষ আক্রান্ত হওয়ার জন্য দেশে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষেরও বেশি। তাতে দেশের মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষ পার করে গেল। দেশে এখন মোট সক্রিয় রোগী ২০ লক্ষ ৩১ হাজার ৯৭৭। সংখ্যাটা উদ্বেগজনকভাবে বাড়ায় টান পড়ছে হাসপাতালের বেডে। সরকারি, বেসরকারি হাসপাতালগুলিতে রোগী বেড়ে যাওয়ার কারণে বেড পাওয়া যাচ্ছে না। পরিকাঠামো নিয়েও চিন্তার কারণ রয়েছে। এমনকি অক্সিজেনের অভাবে করোনা আক্রান্তে মৃত্যুর খবর আসছে প্রায়শই। দৈনিক মৃত্যু বেড়ে যাওয়ায় করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন সব মহল।