Marburg Virus: ৮৮% রোগীর মৃত্যু হতে পারে, হু'র চিন্তা বাড়াচ্ছে এই নয়া ভাইরাস
চিকিৎসকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত মারবুর্গ ভাইরাসে (Marburg Virus) আক্রান্ত ব্যক্তিদের শরীরে করোনার মতোই কিছু উপসর্গ মিলেছে।
![Marburg Virus: ৮৮% রোগীর মৃত্যু হতে পারে, হু'র চিন্তা বাড়াচ্ছে এই নয়া ভাইরাস Marburg Virus: ৮৮% রোগীর মৃত্যু হতে পারে, হু'র চিন্তা বাড়াচ্ছে এই নয়া ভাইরাস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/08/381729-marburg-virusghanawho.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনার ভয় এখনও কাটেনি। এরই মধ্যে আরও এক ভাইরাসের আতঙ্কে ত্রস্ত আফ্রিকা। যার নাম মারবুর্গ ভাইরাস (Marburg Virus)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু'র (WHO) মতে, অত্যন্ত সংক্রামক এই ভাইরাস। মারণ ক্ষমতা প্রায় ৮৮ শতাংশ।
ঘানার দক্ষিণাংশে আশাতি এলাকায় দু'জনের শরীরে এই ভাইরাসের প্রমাণ মিলেছিল। ইতিমধ্যে ওই দু'জনেরই মৃত্যু হয়েছে।
এই ভাইরাসের উপসর্গ কী কী?
চিকিৎসকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত মারবুর্গ ভাইরাসে (Marburg Virus) আক্রান্ত ব্যক্তিদের শরীরে করোনার মতোই কিছু উপসর্গ মিলেছে। জ্বর, বমি এবং প্রচণ্ড মাথা ব্যথা, এর অন্যতম উপসর্গ।
এই প্রথম নয়, আগেও গুয়ানাতে মারবুর্গ ভাইরাসের (Marburg Virus) উপস্থিতি মিলেছিল। বহু দশক আগে দক্ষিণ এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে মারবুর্গ ভাইরাসের (Marburg Virus) উপস্থিতি মিলেছিল।