বাঙালিদের হার্টের অসুখ নিয়ে এই তথ্যগুলি জানলে চমকে যাবেন

জানেন কি বাঙালিদের হার্টের অসুখ বেশি হয়? ডাক্তাররা বলছেন, রোগের কারণটা লুকিয়ে আছে বাঙালির খাবারের প্লেটেই। বেশি সরষের তেল দিয়ে রান্না করা খাবারই বাধাচ্ছে হূদযন্ত্রের অসুখ। তাই এখনই সাবধান হোন...

Updated By: Sep 1, 2016, 06:07 PM IST
বাঙালিদের হার্টের অসুখ নিয়ে এই তথ্যগুলি জানলে চমকে যাবেন

ওয়েব ডেস্ক: জানেন কি বাঙালিদের হার্টের অসুখ বেশি হয়? ডাক্তাররা বলছেন, রোগের কারণটা লুকিয়ে আছে বাঙালির খাবারের প্লেটেই। বেশি সরষের তেল দিয়ে রান্না করা খাবারই বাধাচ্ছে হূদযন্ত্রের অসুখ। তাই এখনই সাবধান হোন...

আরও পড়ুন- প্রস্রাবের সমস্যা দেখা দিলে মেনে চলুন এই ঘরোয়া টোটকাগুলি

বাঙালি মানেই তেলে-ঝোলে পাত পেড়ে রসিয়ে খাওয়া।
আর তার পর...
একটু বয়স বাড়লেই বাঙালি মানে বুকে ব্যথা...হার্টের অসুখ... বসছে পেসমেকার...
অন্য অনেক কিছুর মতোই হার্টের অসুখেও বাঙালিরা  পিছনে ফেলে দিয়েছে অন্যদের।  

হৃদরোগে সেরা বাঙালি
পরিসংখ্যান বলছে...
গোটা দেশের মধ্যে সবথেকে বেশি পেস মেকার বসে পশ্চিম বঙ্গে। দেশে যত পেস মেকার বসে তাঁর ৪০শতাংশ বসে পূর্বাঞ্চলে। আর এর ৯০ শতাংশ বসে এ রাজ্যে।

কিন্তু বাঙালিদের মধ্যে হৃদরোদের মাত্রা এত বেশি কেন? উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরাই...
সরষে ইলিশ হোক  বা রবিবারের পাঁঠার মাংসের ঝোল..ঝাঁঝালো সরষের তেলের প্রতি বাঙালির দুর্বলতাই বাড়াচ্ছে বিপদ..
সরষের তেলে দুর্বল হৃদয়

 

.