প্রতি ১০ লক্ষে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তুলনায় বেশ কম! বিশ্বে দ্বিতীয় হয়ে ব্যাখ্যা কেন্দ্রের

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সাংবাদিক সম্মোলনে জানান, আমেরিকা কিংবা ব্রাজিলে প্রতি ১০ লক্ষে করোনা আক্রান্তের সংখ্যা ভরতের তুলনায় প্রায় ৬ গুণ বেশি।

Edited By: সুদীপ দে | Updated By: Sep 8, 2020, 09:15 PM IST
প্রতি ১০ লক্ষে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তুলনায় বেশ কম! বিশ্বে দ্বিতীয় হয়ে ব্যাখ্যা কেন্দ্রের
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

নিজস্ব প্রতিবেদন: বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রতি ১০ লক্ষের মধ্যে সবচেয়ে কম করোনা আক্রান্ত ভারতে। মঙ্গলবার সাংবাদিক সম্মোলনে এ রকমই আশার কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সাংবাদিক সম্মোলনে জানান, আমেরিকা কিংবা ব্রাজিলে প্রতি ১০ লক্ষে করোনা আক্রান্তের সংখ্যা ভরতের তুলনায় প্রায় ৬ গুণ বেশি।

তিনি বলেন, "ভারতে প্রতি ১০ লক্ষে করোনা আক্রান্তর সংখ্যা ৩ হাজার ৫২৭। মেক্সিকোয় ৪ হাজার ৯৪৫, রাশিয়ায় ৭ হাজার ৬৩, আমেরিকায় ১৯ হাজার ৫৪৯ আর ব্রাজিলে ১৯ হাজার ৫১৪।"

শুধু তাই নয় করোনায় মৃত্যুর হারও ভারতে অনেক কম। স্বাস্থ্য সচিবের কথা অনুযায়ী, অগস্ট মাসে দেশে মৃত্যুর হার ছিল ২.১৫ এখন সেটাই ১.৭ ভারতে। কিন্তু সমগ্র বিশ্বে তা ৩.০৪। প্রতি ১০ লক্ষে যখন বিশ্বের অন্যান্য দেশে প্রাণ হারাচ্ছেন ৫০০ থেকে ৬০০ জন। তখন ভারতে প্রতি ১০ লক্ষে প্রাণ হারাচ্ছেন ৫৩ জন। এছাড়াও লাগাতার বাড়ছে করোনা পরীক্ষা। ২৪ অগস্ট ভারতে প্রতি ১০ লক্ষে করোনা পরীক্ষা হয়েছিল ২৬ হাজার ১৬ জনের। এখন সেটাই ৩৬ হাজার ৭০৩ জনের।

আরও পড়ুন: নজরে সুরক্ষা, ভারতে বিলম্বিত Covishield-এর ট্রায়াল! এ বছর কি মিলবে অক্সফোর্ডের টিকা?

রাজেশ ভূষণ এ-ও জানিয়েছেন এখন প্রতিদিন প্রায় ১০ লক্ষ মানুষের করোনা পরীক্ষা হচ্ছে। সেপ্টেম্বরের ৩ আর ৪ তারিখ দেশে প্রতিদিন ১১ লক্ষেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। প্রসঙ্গত, দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৮০ হাজার ছাড়িয়েছে। করোনার প্রকোপ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ লক্ষ ২৩ হাজার ৯৫০ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৮ লক্ষ ৮৩ হাজার ৬৯৭। প্রাণ হারিয়েছেন ৭২ হাজার ৭৭৫ জন।

.