নিজস্ব প্রতিবেদন: দেশে করোনায় দৈনিক আক্রান্তের (Daily Corona Cases) নিম্নমুখী ধারা বজায় রইল সোমবারও। ৭২ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন ৭০ হাজার ৪২১ জন।  দৈনিক সুস্থতার (Recovered) সংখ্যা অনেকটাই বেশি। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ১৯ হাজার ৫০১ জন। যার ফলে স্বাভাবিকভাবেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases)। এসে দাঁড়িয়েছে ৯ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: একদিনে রাজ্যে দৈনিক সংক্রমণ ৩ হাজারের নিচে, মৃত ৮



আরও পড়ুন: বিরল অস্ত্রোপচার! মাথা থেকে বের হল ক্রিকেট বলের আকারে Black Fungus,সুস্থতার পথে রোগী


এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ৩ হাজার ৯২১ জনের। মোট মৃত্যু বেড়ে ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫ জন। মোট আক্রান্তের প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছে মোট সুস্থের সংখ্যা। দেশে করোনায় মোট আক্রান্ত ২ কোটি ৯৫ হাজার ১০ লক্ষ ৪১০ জন। যাঁদের মধ্যে সুস্থই হয়ে গিয়েছেন ২ কোটি ৮১ লক্ষ ৬২ হাজার ৯৪৭ জন। সুস্থতার হার বেড়ে ৯৫.২৬ শতাংশ। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৫ কোটি ৪৮ লক্ষ ৪৯ হাজার ৩০১ জন।



(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)