ভারতে ধ্বংসাত্মক রূপ নিয়েছে নয়া স্ট্রেন
নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ওয়েভে ধ্বংসাত্মক রূপ নিয়েছে ভারতে মেলা নতুন স্ট্রেন (Covid Indian Strain)। আর এবার চিন্তা বাড়িয়ে নয়া এই স্ট্রেন মিলল প্রায় ১৭টি দেশে। মঙ্গলবার এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। কোভিডের B.1.617 প্রজাতিটি প্রথম মেলে ভারতে। করোনার দ্বিতীয় ওয়েভে অভিযোজিত হয়ে আরও ভয়াবহ হয়েছে এই মারণভাইরাস। আর মঙ্গলবার সেই স্ট্রেনই এবার তাঁদের দেশে মিলেছে বলে GISAID ডেটাবেসে সেই তথ্য আপলোড করল কমপক্ষে ১৭টি দেশ। হু জানিয়েছে, অতিমারির সাপ্তাহিক আপডেটে কোভিডের ভারতীয় স্ট্রেনের বেশিরভাগ সিকোয়েন্সই ভারতের পাশাপাশি ব্রিটিশ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে।
আরও পড়ুন: বেসরকারি হাসপাতাল ও Vaccine কেন্দ্রগুলি কীভাবে দিতে পারবে টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের
প্রসঙ্গত, নিজের বৈশিষ্ট্য পাল্টে আরও মারাত্মক হয়েছে করোনাভাইরাসের নয়া স্ট্রেন। অধিক সংক্রামক, মারণাত্মক এবং ভ্যাকসিনের প্রভাবকেও হার না মানা এই প্রজাতির ভারতে ইতিমধ্যেই ধ্বংসাত্মক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। শুধু মঙ্গলবারই সাড়ে তিন লক্ষ আক্রান্ত হয়েছেন। হু এর মতে, ক্রমশ চরিত্র পাল্টানো এই ভাইরাসের উপর গবেষণা চালিয়ে যেতেই হবে। ভারতে সবচেয়ে বেশি হারে সংক্রমণ ছড়াচ্ছে এই প্রজাতির মাধ্যমেই। বাকি প্রজাতিগুলিও চরিত্র পাল্টাবে তা বলাই বাহুল্য। আর গোদের উপর বিষফোঁড়া হচ্ছে অক্সিজেন সঙ্কট, দুর্বল স্বাস্থ্য পরিকাঠামো। সব মিলিয়ে সচেতন না হলে সামনে ঘোরতর বিপদ অপেক্ষা করছে বলেই নিশ্চিত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)।
IND
387(112.3 ov)
|
VS |
ENG
153/3(43.4 ov)
|
Full Scorecard → |
MAW
(14.5 ov) 72
|
VS |
BRN
76/0(6.5 ov)
|
Bahrain beat Malawi by 10 wickets | ||
Full Scorecard → |
MAW
(20 ov) 166/8
|
VS |
GER
158(19.5 ov)
|
Malawi beat Germany by 8 runs | ||
Full Scorecard → |
TAN
(20 ov) 154/7
|
VS |
BRN
157/4(16.2 ov)
|
Bahrain beat Tanzania by 6 wickets | ||
Full Scorecard → |