নিজস্ব প্রতিবেদন: এতদিন বলা হচ্ছিল বাইরে বেরোলেই পরতে হবে মাস্ক, মাস্ক না পরে বেরোলে এমনকী করা হচ্ছে জরিমানাও। কিন্তু কোভিড-পরিস্থিতি এতই সঙ্কটজনক হয়ে উঠছে যে, এবার কেন্দ্র ঘরেই মাস্ক পরে থাকতে নির্দেশ দিল!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার কেন্দ্র জানিয়ে দিল, সংক্রমণ রুখতে বাড়ির common spaces অনেকে একসঙ্গে ব্যবহার করলে বা poor ventilation-য়ের কোনও জায়গায় থাকলে এবার পরতে হবে মাস্ক (MASK)। নিয়মিতে হাতও ধুতে হবে (wash hands properly)। 


আরও পড়ুন: 'দেশবাসীর বিনামূল্যে ভ্যাকসিন পাওয়া উচিত', কেন্দ্রকে হুঁশিয়ারি Rahul Gandhi-র


সাংবাদিকদের মুখোমুখি হয়ে Niti Aayog (health)-এর সদস্য Dr VK Paul জানিয়েছেন, এই second wave of the pandemic-য়ে এবার সময় এসে গিয়েছে, সংক্রমণ (Covid-19) রুখতে বাড়িতেও পরতে হবে মাস্ক!  
এই মুহূর্তে ভারত অত্যন্ত বিপজ্জনক (deadlier, more infectious) এক কোভিড স্ট্রেনের সঙ্গে লড়়ছে। দেশ জুড়ে medical oxygen-এর হাহাকার। 


আরও পড়ুন: এবার লকডাউন কর্ণাটকেও, ছাড় নিত্য প্রয়োজনীয় দ্রব্যে