ফের কেয়ার শরীরে কিডনি প্রতিস্থাপনের চেষ্টা হবে!
দেড় মাসের লড়াই কাজে আসেনি। শোভনা সরকারের কিডনি পেয়েও তা নিতে পারেন নি কেয়া রায়। এবার ফের তাঁর দেহে কিডনি প্রতিস্থাপনের চেষ্টা করতে চান চিকিত্সকরা। শোভনা সরকারের ব্রেন ডেথের পর সাতাশে জুন তাঁর একটি কিডনি কেয়া রায়ের দেহে প্রতিস্থাপিত করা হয়। কিন্তু, কেয়ার দেহ তা নিতে পারেনি। তাই অস্ত্রোপচারের মাধ্যমে তা বাদ দিয়ে দেওয়া হয়।
ওয়েব ডেস্ক: দেড় মাসের লড়াই কাজে আসেনি। শোভনা সরকারের কিডনি পেয়েও তা নিতে পারেন নি কেয়া রায়। এবার ফের তাঁর দেহে কিডনি প্রতিস্থাপনের চেষ্টা করতে চান চিকিত্সকরা। শোভনা সরকারের ব্রেন ডেথের পর সাতাশে জুন তাঁর একটি কিডনি কেয়া রায়ের দেহে প্রতিস্থাপিত করা হয়। কিন্তু, কেয়ার দেহ তা নিতে পারেনি। তাই অস্ত্রোপচারের মাধ্যমে তা বাদ দিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!
এবার ফের কেয়ার শরীরে কিডনি প্রতিস্থাপনের চেষ্টা হবে। নতুন কোনও কিডনি পেলেই তা প্রতিস্থাপন করা হবে কেয়ার শরীরে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা।
আরও পড়ুন শিশুদের একাকীত্ব কীভাবে দূর করবেন জানুন