জেলোদের ব্লেড হিলেই বোল্ড এখন পুরুষরা

কবিগুরু বেঁচে থাকলে, আজ নিশ্চয়ই অন্য 'জুতো আবিষ্কার' লিখতেন। কারণ, জুতোর যে এমন মহিমা কে আর এমন জানতো! অবশ্য গবু মন্ত্রী জানলেও জানতে পারেন!

Updated By: Nov 11, 2015, 07:18 PM IST
জেলোদের ব্লেড হিলেই বোল্ড এখন পুরুষরা

ওয়েব ডেস্ক: কবিগুরু বেঁচে থাকলে, আজ নিশ্চয়ই অন্য 'জুতো আবিষ্কার' লিখতেন। কারণ, জুতোর যে এমন মহিমা কে আর এমন জানতো! অবশ্য গবু মন্ত্রী জানলেও জানতে পারেন!
জেনিফার লোপেজই হন অথবা ভিক্টোরিয়া বেকহ্যাম। গাড়ি থেকে তাঁরা যখন নামছেন, কেউ আর তাঁদের মুখ দেখছেন না এখন। লেন্স তাক করা থাকছে জুতোতেই!
ভারসাম্যাই নষ্ট হয়ে যেতে বসেছে সৌন্দর্যের! তাতে অবশ্য থোড়াই কেয়ার পশ কিংবা জেলোদের! নিউইয়র্কে গত রাতেই ডেভিড বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া যে জুতোটি পড়েছিলেন, সেটির দাম ৫৮৫ পাউন্ড! তার হিলটি ছিল মাত্র সাড়ে চার ইঞ্চি লম্বা! আর সেটা চওড়া কতটা? সামান্য কয়েক মিলিমিটার। এতটাই সরু সেই জুতোর হিল, যে স্বয়ং ইতালিয়ান ডিজাইনার ক্যাসাদেই পর্যন্ত এই হিলের নাম দিয়েছেন 'ব্লেড হিল'! একটা ব্লেডের মতোই পাতলা জুতোয় ব্যলান্স রেখে এখন নিজেদের স্টাইল স্টেটমেন্ট বজায় রাখছেন সেলবরা! কিন্তু এতে পায়ের কতটা ক্ষতি হতে পারে, কেউ কি ভাবছেন না!

.