নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস আর বাদুড়ের যোগাযোগের ইতিবৃত্ত আর কমছে না। বরং নতুন করে তা নিয়ে চর্চাও শুরু হচ্ছে। এবার খোদ চিন থেকেই উঠল এই বাদুড়-যোগের কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি একটি গবেষণাপত্রে চিনের দাবি, বাদুড়ের (bats) দেহে করোনাভাইরাসের এমন এক প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে, যার সঙ্গে  কোভিড-১৯ (COVID-19 virus)-এর জিনগত সাদৃশ্য রয়েছে। চিনা গবেষকদের আরও দাবি, ইউনান প্রদেশে বাদুড়ের দেহে করোনাভাইরাসের একাধিক প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। 


আরও পড়ুন: বিরল অস্ত্রোপচার! মাথা থেকে বের হল ক্রিকেট বলের আকারে Black Fungus,সুস্থতার পথে রোগী


Cell নামক ওই জার্নালে Shandong University-র গবেষকেরা বলেন, তাঁরা ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ইউনান প্রদেশের জঙ্গলের বাদুড়ের দেহ থেকে নমুনা সংগ্রহ করেন। বিভিন্ন প্রজাতির বাদুড়ের দেহ থেকে সব মিলিয়ে ২৪টি নোভেল করোনাভাইরাসের জিনোম সংগ্রহ করেন তাঁরা। এর মধ্যে অন্তত ৪টির সঙ্গে সার্স-কোভ-২ (SARS-CoV-2)-র মতো করোনাভাইরাসের মিল রয়েছে। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: দৈত্যাকার তিমির পেট থেকে জীবন্ত বেরিয়ে এলেন এক মত্‍স্যজীবী!