বিপদ কাটেনি নোভেল—জয়ীদের! করোনা হানা দিতে পারে আবার, WHO দিল নতুন তথ্য

একটি বিবৃতি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)জানিয়েছে, কাউকেই "রিস্ক ফ্রি সার্টিফিকেট" দেওয়া উচিত নয়।

Updated By: Apr 25, 2020, 06:08 PM IST
বিপদ কাটেনি নোভেল—জয়ীদের! করোনা হানা দিতে পারে আবার, WHO দিল নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদন : একবার করোনা কাটিয়ে উঠলেই রেহাই নেই। প্রাণঘাতী করোনাভাইরাসে ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমনই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে নোভেন—জয়ী হয়েই নিশ্চিন্ত হওয়ার জো নেই। শরীরে প্রস্তুত অ্যান্টিবডি দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়, এমন কোনও অকাট্য প্রমাণ পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তাই একটি বিবৃতি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)জানিয়েছে, কাউকেই "রিস্ক ফ্রি সার্টিফিকেট" দেওয়া উচিত নয়। কাউকে সম্পূর্ণ বিপদমুক্ত ঘোষণা করলে ভাইরাস ছড়িয়ে পড়ার সুযোগ আরও বেড়ে যাবে। 

গত সপ্তাহতেই চিলি প্রশাসন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তি, অর্থাৎ যাদের শরীরে করোনা রোখার অ্যান্টিবডি গঠন হয়েছে তাঁদের কাজে যোগ দেওয়ার অনুমতি দিয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই নির্দেশের জেরে প্রত্যেক দেশকে এই বিষয়ে এবার নতুন করে ভাবতে বসতে হবে। ইতিমধ্যে সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে নোভেল করোনাভাইরাস। বিশ্ব জুড়ে এই মুহুর্তে করোনা আক্রান্ত ২৮ লক্ষেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৯০ হাজারেরও বেশি আক্রান্ত। ক্রমবর্ধমান এই মৃত্যুমিছিল রুখতে লকডাউনের পথে হেঁটেছে বিশ্বের প্রায় সব দেশ। কিন্তু তাতে দুর্যোগ রোখা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে। আবার অন্যদিকে দেখা দিয়েছে বেহাল অর্থনৈতিক সমস্যা। 

আরও পড়ুন— বাইরে থেকে ফিরে সাফ করুন জামাকাপড়‌-জুতো, জেনে নিন কী কী করবেন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে একমাত্র করোনা প্রতিষেধকের আবিষ্কার হলেই নিয়ন্ত্রণে আসতে পারে পরিস্থিতি। কিন্তু প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে সেরকম প্রভাব দেখা যায়নি রেমডেসেভিরের। নির্মাতা সংস্থা গিলিড ভ্যাকসিন ট্রায়াল কার্যকর হতে পারে বলে আশার কথা শোনালেও আশানুরূপ ফল মেলেনি। দিনরাত হন্যে হয়ে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা করোনার প্রতিষেধক আবিষ্কারের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়ার নতুন তথ্যে ফের সিঁদুরে মেঘ দেখছেন করোনাকে কাত করে সুস্থ হয়ে ওঠা রোগীরাও।

.