নিজস্ব প্রতিবেদন: কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধানে (Vaccine Gap) পরিবর্তন নিয়ে এখনই প্যানিক করার কোনও দরকার নেই। এর জন্য যথাযথ বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন রয়েছে। ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধান কমানোর দাবির পাল্টা জবাব কেন্দ্রের। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা জানান নীতি আয়োগের স্বাস্থ্য দফতরের সদস্য ভি কে পাল (V K Paul)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোভিডের টিকার দুটি ডোজের মধ্যে গ্যাপ (Vaccine Gap) বাড়ানোয় আপত্তি তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন চিকিৎসকদের একাংশ। কেন্দ্রের কোভিড-১৯ টাস্কফোর্স এবং এইমসের চিকিৎসকদের একটি দল জানিয়েছে, বেছে বেছে টিকা না দিলে তা বাড়িয়ে তুলতে পারে আরও কিছু মিউট্যান্ট স্ট্রেনের উৎপত্তির আশঙ্কা।  ভেলোরের ‘ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ’ (সিএমসি) জানায়, টিকাকরণে স্বস্তি মিললেও দুটি ডোজ়ের ব্যবধান বেড়ে গেলে কোনও এক স্ট্রেনের কাছে শরীরের প্রতিরোধক ক্ষমতার হার মানার আশঙ্কাও কনমে যায়। শুক্রবার একই কথা জানিয়েছেন আমেরিকার জো বাইডেন প্রশাসনের স্বাস্থ্য উপদেষ্টা, সংক্রামক রোগ বিশেষজ্ঞ রোগ অ্যান্টনি ফাউচি।


আরও পড়ুন: দুমাস পর ৫ হাজারের নীচে নামল রাজ্যের দৈনিক সংক্রমণ, সামান্য বাড়ল মৃতের সংখ্যা


আর এরপরেই ফের একবার দুটি ডোজের গ্যাপ বাড়ানো কেন্দ্রের সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। গতকাল কেন্দ্রের তরফে ভি কে পাল জানান, 'এখনই টিকার দুটি ডোজের ব্যাবধান নিয়ে প্যানিক করার দরকার নেই। বিশেষজ্ঞরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তাঁদের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখা উচিত।' প্রসঙ্গত, ভারতে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন মোট ২ কোটি ৪৬ লক্ষ ৮৫ হাজার ৬৪৯ জন। 


আরও পড়ুন: মার্কিন মুলুকে Covaxin-র জরুরিকালীন ব্যবহারে না, FDA-র কাছে খারিজ আবেদন


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)