করোনা প্রতিষেধক নিরাপদ! প্রত্যেক স্বেচ্ছাসেবকই সুস্থ, আশা জাগাল রাশিয়া

যদিও প্রতিষেধকের কার্যকারিতা সম্পর্কে এখনই কিছু জানায়নি রাশিয়া।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 17, 2020, 02:25 PM IST
করোনা প্রতিষেধক নিরাপদ! প্রত্যেক স্বেচ্ছাসেবকই সুস্থ, আশা জাগাল রাশিয়া
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে তাঁদের করোনা প্রতিষেধক নিরাপদ। ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিলজি ও মাইক্রোবায়োলজির যৌথ উদ্যাগে তৈরি এই প্রতিষেধকের নিরাপদ ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। নিজেদের ওয়েবসাইটে এমনটাই লিখেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।

১৮ স্বেচ্ছাসেবকের প্রত্যকেই সুস্থ। সব ধরনের পরীক্ষা করে তাঁদের মিলিটারি ক্লিনিক্যাল হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। ট্রায়ালের সময় তাঁদের তাপমাত্রা, রক্তচাপ, পালস রেট, প্রভৃতি বিষয় গুরুত্ব দিয়ে দৈনিক পরীক্ষা করা হয়েছিল। বিবৃতি দিয়ে একথাও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন: ২৩ রকম নিউমোনিয়ার হাত থেকে সুরক্ষা দিতে সক্ষম, এমন শক্তিশালী টিকা তৈরি করল ভারত!

প্রথম প্রতিষেধক নেওয়ার ৪২ দিনের মাথায় হাসপাতালে তাঁদের সম্পূর্ণ পরীক্ষা করা হবে। যদিও প্রতিষেধকের কার্যকারিতা সম্পর্কে এখনই কিছু জানায়নি রাশিয়া।

.