দুটি নয়, একটি ডোজের Sputnik Light টিকার অনুমোদন রাশিয়ার
ইতিমধ্যেই স্পুটনিক ভি-র ১.৫ লক্ষ ডোজ আমদানি করেছে ভারত।
নিজস্ব প্রতিবেদন: দুটি ডোজ নয়। বরং এক বারেই করোনা রুখতে সক্ষম হবে রাশিয়ার প্রতিষেধক স্পুটনিক ভি (Sputnik V)। একটি ডোজের টিকাকে অনুমোদন দিল রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (Russian Direct Investment Fund)। তবে দুই ডোজের সঙ্গে এক ডোজের কার্যক্ষমতার ফারাক থাকবে বলে জানিয়েছে সংস্থা।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) একটি বিবৃতি দিয়ে দাবি করছে,স্পুটনিক ভি (Sputnik V) প্রতিষেধকের দু’টি ডোজের কার্যকারিতা ৯১.৬ শতাংশ। একটি ডোজের স্পুটনিক লাইটের (Sputnik Light) কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯.৪%। ইঞ্জেকশন দেওয়ার ২৮ দিন পর তথ্য বিশ্লেষণ করে কার্যক্ষমতার এই পরিসংখ্যান মিলেছে। স্পুটনিক লাইটের দাম ১০ মার্কিন ডলারের কম পড়বে। গোটা বিশ্বে প্রায় ২ কোটি মানুষ স্পুটনিকের প্রথম ডোজ নিয়েছেন।
Introducing a new member of the Sputnik family - a single dose Sputnik Light!
It’s a revolutionary 1-shot COVID-19 vaccine with the 80% efficacy - higher than many 2-shot vaccines.
Sputnik Light will double vaccination rates and help to handle epidemic peaks pic.twitter.com/BCybe8yYWU
— Sputnik V (@sputnikvaccine) May 6, 2021
ইতিমধ্যেই স্পুটনিক ভি-র ১.৫ লক্ষ ডোজ আমদানি করেছে ভারত। দুদিনের মধ্যে আরও ১.৫ লক্ষ ডোজ আসার কথা।