সাপে কামড়েছে? বুঝতে পারছেন না! জেনে নিন লক্ষণগুলি

আমরা অনেক সময়ই বুঝতে পারি না কোনও একটা জায়গায় কেটে গেলে তা কিসের জন্য হয়েছে। আসলে অনেক সময়ই সাপে কাটলে তা বোঝা যায় না। জেনে নিন সাপের লক্ষণগুলি এক নজরে--

Updated By: Mar 2, 2016, 06:01 PM IST
সাপে কামড়েছে? বুঝতে পারছেন না! জেনে নিন লক্ষণগুলি

ওয়েব ডেস্ক: আমরা অনেক সময়ই বুঝতে পারি না কোনও একটা জায়গায় কেটে গেলে তা কিসের জন্য হয়েছে। আসলে অনেক সময়ই সাপে কাটলে তা বোঝা যায় না। জেনে নিন সাপের লক্ষণগুলি এক নজরে--

১) সাপে কাটার অংশটা লাল হয়ে যাওয়া আর খুব বেশি করে ফুলে ওঠে।

২) কেটে যাওয়া জায়গা থেকে চুঁইয়ে রক্ত পড়তে থাকে।

৩) দমবন্ধ হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়, সঙ্গে চোখের তারা ছোট হয়ে যায়

৪) কিছুক্ষেত্রে ঘুম ঘুম ভাব তৈরি হয়।

৫) সঙ্গে সঙ্গে অত্যন্ত ব্যথা-যন্ত্রণা, বমিবমি হতে থাকে।

৬) অবশভাব ও মুখ দিয়ে লাল ঝরতে থাকে।

৭) পা ও শরীর অসাড় হতে শুরু করে।
 

.