করোনা মুক্ত হওয়ার ৬ মাসের মধ্যে ভ্যাকসিনের প্রয়োজন নেই, প্রস্তাব সরকারি প্যানেলে

করোনা মুক্ত হওয়ার ৬ মাস পর পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। 

Updated By: May 13, 2021, 05:02 PM IST
করোনা মুক্ত হওয়ার ৬ মাসের মধ্যে ভ্যাকসিনের প্রয়োজন নেই, প্রস্তাব সরকারি প্যানেলে

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হয়েছিলেন, তাহলে করোনা মুক্ত হওয়ার ৬ মাস পর পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। সরকারি প্যানেলে এমনি প্রস্তাব রেখেছে National Immunization Technical Advisory Group। তবে এখনও অনুমোদন পায়নি।এই সুপারিশগুলির বাস্তবায়নের আগে অনুমোদনের জন্য ভ্যাকসিন প্রশাসনের জাতীয় বিশেষজ্ঞ গ্রুপ - NEGVA-র কাছে পাঠানো হবে। 

প্রসঙ্গত, Covishield COVID-19 vaccine-র ক্ষেত্রে একটা ডোজের পরবর্তী ডোজ  ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে নেওয়ার সুপারিশ বৃহস্পতিবারের প্যানেলে। অর্থাৎ বলা যায়, কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে সময়সীমা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। তবে Covaxin-র ক্ষেত্রে এরকম কোনও বদলের কথা বলা হয়নি। এতদিন দুটো ভ্যাকসিনের উভয় ডোজের মধ্যবর্তী সময়সীমা ছিল ৪ থেকে ৬ সপ্তাহ। 

.