Covid 19: XE ভেরিয়ান্টের আতঙ্কের মাঝেই সুখবর, দেশে কমল দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ১০৩৩, মৃত ২৪
দেশের প্রথম XE আক্রান্তের খবর পাওয়া গেছে মুম্বই থেকে। গ্রেটার মুম্বই মিউনিসিপাল কর্পরেশন এই কথা জানিয়েছে বুধবার। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই খবর এখনও কনফার্ম করা হয়নি।
নিজস্ব প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১০৩৩টি নতুন কোভিড ১৯ কেস রেকর্ড করা হয়েছে। এছাড়াও মোট ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে গত ২৪ ঘণ্টায়।
২৪ জনের মৃত্যুর ঘটনার পরে দেশে কোভিড ১৯ সঙ্ক্রমণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫,২১,৫৩০। বর্তমানে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১১,৬৩৯।
#Unite2FightCorona#LargestVaccineDrive
https://t.co/PQ5zjhMfai pic.twitter.com/BSQzG6ftgt
— Ministry of Health (@MoHFW_INDIA) April 7, 2022
গত ২৪ ঘণ্টায় ২৩২টি কেস কম রেকর্ড করা হয়েছে। এছাড়াও রোগমুক্তির সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১,২২২টি। দেশে মোট রোগমুক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪,২৪,৯৮,৭৮৯-য়।
সক্রিয় কেস সংখ্যা মোট কেসের ০.০৩ শতাংশ। যেখানে জাতীয় রোগমুক্তির হার ৯৮.৭৬ শতাংশ। মন্ত্রক জানিয়েছে দৈনিক সংক্রমণের হার ০.২১ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.২২ শতাংশ।
আরও পড়ুন: Measles: সময়টা বসন্ত, রয়েছে মিজলসের ভয়; দেখে নিন কী ভাবে সাবধানে থাকতে হবে
এছাড়াও, দেশব্যাপী কোভিড-১৯ টিকাদানের সংখ্যা এখনও পর্যন্ত ১৮৫.২০ কোটি ডোজ ছাড়িয়ে গেছে। ভাইরাসের উপস্থিতি শনাক্ত করতে গত ২৪ ঘণ্টায় ৪,৮২,০৩৯টি পরীক্ষা করা হয়েছে।
এছাড়াও দেশের প্রথম XE আক্রান্তের খবর পাওয়া গেছে মুম্বই থেকে। গ্রেটার মুম্বই মিউনিসিপাল করপরেশন এই কথা জানিয়েছে বুধবার। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই খবর এখনও কনফার্ম করা হয়নি।