ফের রূপ বদলে দাপট ডেল্টার, মার্কিন যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা
Centers for Disease Control and Prevention (CDC) জানিয়েছে, পরীক্ষা করে দেখা গিয়েছে, রূপ বদলে ডেল্টা আরও বেশি সংক্রামক হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
নিজস্ব প্রতিবেদন: যে আশঙ্কাই এতদিন ধরে পিছু করে বেড়াচ্ছিল, এবার সেই আশঙ্কাই ক্রমশ সত্যি হতে চলেছে, এমনটাই দাবি বিশেষজ্ঞদের একাংশের। মার্কিন যুক্তরাষ্টে ফের দাপট দেখাতে শুরু করেছে ডেল্টার নতুন রূপ। অত্যন্ত সংক্রামক হয়ে উঠেছে ডেল্টা ভেরিয়েন্ট।
বুধবার, সে দেশের স্বাস্থ্য মন্ত্রক ৭ দিনের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। যেখানে দেখা গিয়েছে নতুন করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। ৬ জুলাই পর্যন্ত প্রায় ২১ শতাংশ নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে Centers for Disease Control and Prevention (CDC)।
আরও পড়ুন: Coronavirus: কিছুটা বাড়ল দৈনিক আক্রান্ত, মৃত্যু সংখ্যা এখনও উদ্বেগের
৪ জুলাই থেকে ৬ জুলাই আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে গিয়েছে। এদিনের আক্রান্তের হার অনেক বেশি। অন্যান্য স্ট্রেনের চেয়ে, এই নয়া স্ট্রেন বেশি সংক্রামক বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। ৭০ শতাংশ প্রাপ্তবয়স্কের ভ্যাকসিন পক্রিয়া শেষ করার লক্ষ্য স্থির করেছিল জো বাইডেন। কিন্তু, সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি মার্কিন প্রশাসন। ৬৭ শতাংশ প্রাপ্ত বয়স্ক এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন।
আরও পড়ুন: ১৮-র ঊর্ধ্বে গর্ভবতী মায়ের টিকাকরণ নিয়ে নয়া গাইডলাইন জাতীয় স্বাস্থ্য মিশনের
উত্তর-পূর্বের মতো উচ্চ টিকাদানের হারের অঞ্চলগুলির তুলনায় মধ্য-পশ্চিম এবং দক্ষিণের অঞ্চলগুলি টিকাকরণের হার অনেক কম। স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হাসপাতালে আশঙ্কাজনক হয়ে উঠেছে একাধিক রোগী। হঠাৎ করেই বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা।
Centers for Disease Control and Prevention (CDC) জানিয়েছে, পরীক্ষা করে দেখা গিয়েছে, রূপ বদলে ডেল্টা আরও বেশি সংক্রামক হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।