করোনার টিকা বাজারে ছাড়ার তোড়জোড় শুরু আমেরিকায়, মিলতে পারে ১ নভেম্বর!

মনে করা হচ্ছে, অক্টোবরের শেষে একটি নয়, করোনার দুটি টিকা বাজারে ছাড়তে পারে সিডিসি!

Edited By: সুদীপ দে | Updated By: Sep 3, 2020, 03:29 PM IST
করোনার টিকা বাজারে ছাড়ার তোড়জোড় শুরু আমেরিকায়, মিলতে পারে ১ নভেম্বর!
—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। তার আগেই আমেরিকায় করোনা টিকার বণ্টন শুরু করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সে দেশের প্রশাসন। জানা গিয়েছে, অক্টোবরের শেষেই হয়তো করোনা টিকা দেওয়া শুরু হয়ে যাবে সে দেশে।

১১ অগাস্ট বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক হিসাবে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে রাশিয়ার ‘Sputnik V’-এর নাম। এর পরেই বিশ্বের দ্বিতীয় করোনা টিকা হিসাবে Ad5-nCOV-এর রেজিস্ট্রেশন সেরে ফেলেছে চিনা ফার্মাসিউটিক্যাল জায়ান্ট CanSino Biologics। এ বার করোনার টিকা বাজারে ছাড়ার তোড়জোড় শুরু করে দিল আমেরিকাও।

মার্কিন স্বাস্থ্য সংস্থা সিডিসি (CDC)-এর মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অক্টোবর ও নভেম্বর মাসে করোনার সীমিত সংখ্যক টিকা বাজারে ছানা হতে পারে। আমেরিকার ৫০টি রাজ্য ও পাঁচটি বড় শহরের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও চালাচ্ছে সিডিসি। মনে করা হচ্ছে, অক্টোবরের শেষে একটি নয়, করোনার দুটি টিকা বাজারে ছাড়তে পারে সিডিসি।

এর আগে মার্কিন অ্যালার্জি এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডঃ অ্যান্থনি ফৌসি (Anthony Fauci) জানান, করোনা টিকার সমস্ত ক্লিনিকাল ডেটা হাতে পেতে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তবে মার্কিন স্বাস্থ্য সংস্থা সিডিসি (CDC)-এর কথায় আরও আগে করোনা টিকা বাজারে ছাড়ার ইঙ্গিত মিলল।

আরও পড়ুন: চুমু এড়িয়ে, মাস্ক পরে সঙ্গম করুন, করোনা সংক্রমণ রুখতে পরামর্শ কানাডার শীর্ষ স্বাস্থ্য কর্তার!

ট্রায়াল ও উৎপাদনের গতি বাড়িয়ে চলতি বছরের মধ্যেই করোনা প্রতিষেধক বাজারে ছাড়ার তোড়জোড় শুরু করে দিয়েছে দুই মার্কিন ফার্মাসিউটিকাল সংস্থা মোদার্না আর ফাইজার। জানা গিয়েছে, এই দুই সংস্থাই আলাদা আলাদা ভাবে ৩০ হাজার স্বেচ্ছাসেবকের উপর তাদের তৈরি করোনার টিকার হিউম্যান ট্রায়াল শুরু করে দিয়েছে। তাই মনে করা হচ্ছে, এই দুই সংস্থার তৈরি করোনার টিকাই প্রথম আমেরিকার বাজারে ছাড়া হবে। সিডিসি (CDC)-এর মুখপাত্রের কথা অনুযায়ী, হয়তো ১ নভেম্বর থেকেই আমেরিকায় করোনা প্রতিষেধকের বণ্টনের কাজ শুরু হয়ে যাবে।

.