জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ, ১৩ অক্টোবর 'ওয়ার্ল্ড সাইট ডে'। প্রতি বছর এই দিনটি পালিত হয়। বিশ্ব জুড়ে যাঁরা স্বল্পদৃষ্টিতে ভুগছেন বা রেটিনা সংক্রান্ত সংকটে ভুগছেন তাঁদের কথা মনে রেখে এরকম একটি দিন-ভাবনা। প্রতি বছরই দিনটির একটি মূল ভাবনা থাকে। এবারের থিম-- 'লাভ ইয়োর আইজ'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসলে চোখ যে কত গুরুত্বপূর্ণ, তা আমরা সর্বদা মনে রাখি না, মনে রাখতে পারি না। চোখকে সদা সর্বদা আমরা অবলীলায় ব্যবহার করি, অনায়াসে। তার গুরুত্ব সব সময়ে আমরা অনুভব করি না। তাই এ বছরের এ দিনটির থিমে 'লাভ ইয়োর আইজ' বলা হচ্ছে। চোখকে ভালো না বাসলে চোখ সম্বন্ধে সচেতন হওয়া যায় না। সেই সচেতনতার বোধটা ফিরিয়ে দেওয়ার জন্যই এরকম একটি দিনের ভাবনাও। 


আরও পড়ুন: Robotic Pill: এই রোবট সরাসরি পাকস্থলীতে পৌঁছে দেবে প্রোটিনসমৃদ্ধ জরুরি ওষুধ...


এখন জীবনযাপন সংক্রান্ত নানা জটিলতা আমাদের গ্রাস করে। তা থেকে রেহাই না পেলে শরীরের নানা অঙ্গ বিকল হয়ে যায়। সব চেয়ে বেশি ক্ষতি করে ডায়াবেটিস। এই রোগটি চোখ কিডনি-সহ নানা অঙ্গের ক্ষতি করে দেয়। ফলে সুস্থ ভাবে জীবন যাপন শুধু যে নানা জটিল থেকে আমাদের দূরে রাখে তাই নয়, তা চোখকেও ভালো রাখে।  


চোখ ঠিক রাখতে মেনে চলুন এই কয়েকটি নিয়ম: 


১) নিয়মিত আই চেক-আপ করান, নিয়মিত চক্ষুপরীক্ষা চোখের অনেক বিপদ নিবারণ করে।


২) সচেতনতাই হল চোখ রক্ষার আসল হাতিয়ার। ফলে চোখ-সংক্রান্ত যে কোনও বিষয়েই সন্দেহ হলেই সাবধান হোন।


৩) নিয়মিত সানগ্লাস পরে চোখকে অতি বেগুনী রশ্মির ক্ষতি থেকে রক্ষা করুন।


৪) ল্যাপটপ, কম্পিউটার, টিভি, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকুন।


৫) শরীরের গ্লুকোজ-লেভেল ঠিক রাখুন। রক্তচাপও নিয়ন্ত্রণে রাখুন। এগুলিকে পরোক্ষে চোখকে ভালো রাখবে।


৬) সামগ্রিক ভাবে একটি হেলথি লাইফস্টাইল মেনে চলতে হবে, খেতে হবে হেলথি ডায়েট, নিয়মিত শরীরচর্চা করতে হবে।


৭) ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকতে হবে। 


এই কয়েকটি নিয়ম মেনে চললে সুফল মিলবেই।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)