ধোনির ডেরা থেকে সরে দিল্লিতে হবে দুটি প্লে অফ
ফ্র্যাঞ্চাইজিদের চাপে আইপিএলের প্রথম দুটি প্লে অফ দিল্লিতে সরিয়ে নিল ভারতীয় বোর্ড। দুটি প্লে অফই আগে চেন্নাইয়ে হওয়ার কথা ছিল। ফলে দুটি প্লে অফেই খেলতে পারবেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। প্রাথমিকভাবে দুটি প্লে অফের একটি কলকাতায় করতে চেয়েছিলেন বোর্ড কর্তারা।
ফ্র্যাঞ্চাইজিদের চাপে আইপিএলের প্রথম দুটি প্লে অফ দিল্লিতে সরিয়ে নিল ভারতীয় বোর্ড। দুটি প্লে অফই আগে চেন্নাইয়ে হওয়ার কথা ছিল। ফলে দুটি প্লে অফেই খেলতে পারবেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। প্রাথমিকভাবে দুটি প্লে অফের একটি কলকাতায় করতে চেয়েছিলেন বোর্ড কর্তারা।
এব্যাপারে সিএবি সভাপতির সঙ্গে কথাও বলেন তারা। কিন্তু পাঁচ দিনের মধ্যে তিনটি ম্যাচ করতে রাজি হয়নি সিএবি। ইডেন ছাড়াও প্লে অফ পাওয়ার দৌড়ে ছিল পুণে,বেঙ্গালুরু আর দিল্লি। শেষ পর্যন্ত দুটি প্লে অফের জন্য ফিরোজ শাহ কোটলাকেই বেছে নেয় আইপিএল কাউন্সিল। ২১ মে আর ২২ মে দিল্লিতে এই দুটি প্লে অফ হবে।