Maa Flyover: মা ফ্লাইওভার থেকে মরণঝাঁপ, মৃত এক ব্যক্তি
ফ্লাইওভারের মাঝে স্কুটার থামিয়ে ঝাঁপ, সিসি ক্য়ামেরায় ধরা পড়ল গোটা 'কীর্তি'
Updated By: May 4, 2022, 10:16 PM IST
![Maa Flyover: মা ফ্লাইওভার থেকে মরণঝাঁপ, মৃত এক ব্যক্তি Maa Flyover: মা ফ্লাইওভার থেকে মরণঝাঁপ, মৃত এক ব্যক্তি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/04/374586-maa-flyover.jpg-jump.jpg)
নিজস্ব প্রতিবেদন: মা ফ্লাইওভার থেকে মরণঝাঁপ। ঝাঁপ দিয়েছেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অশোককুমার ঘোষ। তিনি চেতলার পেয়ারি মোহন রায় রোডের বাসিন্দা। বুধবার সন্ধে সাড়ে আটটার পর পার্ক সার্কাসের দিক থেকে গড়িয়ার দিকে স্কুটিতে করে যাচ্ছিলেন। হঠাৎ করে মা ফ্লাইওভারের মাঝে স্কুটি থামিয়ে মরণঝাঁপ দেন।
সিসি ক্যামেরায় পুরোটাই ধরা পড়েছে। প্রগতি ময়দান থানার পুলিস ওই ব্যক্তিকে উদ্ধার করে। মৃত অশোক ঘোষের পকেট থেকে একটি প্রেসক্রিপশন পাওয়া গিয়েছে বলে, পুলিস সূত্রে খবর।