আমরিকাণ্ডে গ্রেফতার আরও ২
আমরিকাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করল পুলিস। হাসপাতালটির ধৃত দুই কর্মী পৃথা ব্যানার্জি ও সাজিদ হুসেনকে গ্রেফতার করে আদালতে তোলা হয়।
আমরিকাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করল পুলিস। হাসপাতালটির ধৃত দুই কর্মী পৃথা ব্যানার্জি ও সাজিদ হুসেনকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। ওদিকে ঘটনায় দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল আদালতে। দমকল কেন হাসপাতালটিকে ছাড়পত্র দিয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্তদের আইনজীবী। দমকলের রিপোর্টে বলা হয়েছিল এসি মেশিনের বিভ্রাটের ফলেই আমরিতে আগুন লেগেছিল। অভিযুক্তদের আইনজীবী জানান, ধৃতদের কেউই এসি মেশিনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন না। জেরার নামে ধৃতদের ওপর পুলিস মানসিক অত্যাচার করেছে বলে অভিযোগ জানানো হয় আদালতে। অন্যদিকে সরকারি আইনজীবী জানান ধৃতদের সঙ্গে হাসপাতালের ডিরেক্টরদের সরাসরি যোগাযোগ ছিল। এছাড়াও হাসপাতালের রোজকার কাজের সঙ্গেও যুক্ত ছিলেন তাঁরা। ফলে ধৃতদের আরও জেরার প্রয়োজন রয়েছে। এরপরই ধৃতদের ৩০ জানুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক।