নেই অক্সিজেন, বিদ্যাসাগর স্টেট জেনারেলে পরপর রোগীর মৃত্যু

অক্সিজেন আছে নেই ফ্লো-মিটার, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

Updated By: May 11, 2021, 03:46 PM IST
 নেই অক্সিজেন, বিদ্যাসাগর স্টেট জেনারেলে পরপর রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: রোগী মৃত্যু ঘিরে বেহালার বিদ্য়াসাগর স্টেট জেনারেল হাসপাতালে উত্তেজনা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব মৃতার পরিবার। জরুরি বিভাগে ঢুকে বিক্ষোভ দেখান তাঁরা। যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মেডিক্যাল কলেজের কার্নিশে রোগী, PPE কিট পরে উদ্ধারে দমকল কর্মী

জানা গিয়েছে, মৃতার নাম যমুনা নাথ, বয়স ৪৮। পর্ণশ্রী থানার বড়াগাছির বাসিন্দা। শ্বাসকষ্টের সমস্য়া নিয়ে সোমবার বিদ্য়াসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভরতি হন। মঙ্গলবার তাঁর মৃত্য়ু হয়। মৃতার পরিবারের অভিযোগ, রোগীকে অক্সিজেন না দিয়ে ফেলে রাখা হয়। অক্সিজেন না পেয়ে রোগীর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। বারবার বলা সত্ত্বেও চিকিৎসক ও নার্সদের তরফে কোনও সহযোগিতা মেলেনি। উলটে তাঁদের সঙ্গেই  দুর্ব্যবহার করা হয়। মৃতার স্বামী অরূপ নাথের অভিযোগ, সারা রাত ঘুরেও অক্সিজেন পাননি। মঙ্গলবার মহিলা মারা গেলে ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা। জরুরি বিভাগে ঢুকে বিক্ষোভ দেখান তাঁরা।

আরও পড়ুন: Covid টিকার দ্বিতীয় ডোজ পাবেন কীভাবে, জানিয়ে দিলেন মুখ্যসচিব

একই অভিযোগ, ঠাকুরপুকুরের পঞ্চাননতলার বাসিন্দা মনোয়ারা বেগমের পরিবারেরও। প্রবল শ্বাসকষ্ট নিয়ে রবিবার রাতে তিনি বিদ্য়াসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভরতি হন। পরিবারের অভিযোগ, হাসপাতালের নার্স, আয়াদের বারবার বলা সত্ত্বেও সাহায্য মেলেনি। অক্সিজেনের অভাবেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়েছে।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিদ্য়াসাগর স্টেট জেনারেল হাসপাতালের সুপার রঞ্জিতকুমার দাস। তাঁরা দাবি, হাসপাতালে অক্সিজেনের কোনও অভাব নেই। অভাব ফ্লো মিটারের। ফ্লো মিটার না থাকায় অনেক ক্ষেত্রে অক্সিজেন দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে স্বাস্থ্য় দফতরকে জানান হয়েছে। 

.