Bhowanipore Double Murder: ভবানীপুরে জোড়া খুন কান্ডে নয়া তথ্য, আটক ৩

প্রাক্তন পুলিসকর্তাদের একাংশের সংশয় অত্যন্ত প্রযুক্তি নির্ভর হতে গিয়ে তদন্তের প্রাথমিক ব্যপারগুলিতেই ঢিলে দিচ্ছে পুলিস।   

Updated By: Jun 9, 2022, 06:31 AM IST
Bhowanipore Double Murder: ভবানীপুরে জোড়া খুন কান্ডে নয়া তথ্য, আটক ৩

নিজস্ব প্রতিবেদন: ভবানীপুর হত্যাকাণ্ডে নতুন তথ্য। জোড়া খুন কান্ডে পুলিসের জালে আটক তিন জন। আটক তিন জনকে লালবাজারে এনে জিজ্ঞাসাবাদ পুলিসের।  

হাই প্রোফাইল ভবানীপুরে দিনে দুপুরে জোড়া খুন। খুনের কারণ কী তা ঘটনার ৫৪ ঘণ্টা পরেও অজানা পুলিসের কাছে। বুধবার কলকাতায় ফিরেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন পুলিস কমিশনার। ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য খুনের ৯৯ শতাংশ তদন্ত শেষ। পুলিস কমিশনারও সেখানে জানান ঘটনায় পরিচিত লোকের হাত থাকার সম্ভাবনা রয়েছে। 

প্রাক্তন পুলিস কর্তাদের দাবি ভবানীপুরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে শহরের নিরাপত্তার ইস্যু। শহরের হাইপ্রোফাইল অঞ্চলে দিনে দুপুরে খুন। ঘটনাস্থলের থেকে ঢিল ছোঁড়া দুরত্বে হাইপ্রোফাইল নেতাদের বাড়ি। এছাড়াও আশঙ্কার কারণ হিসেবে রয়েছে ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরেও নির্বিঘ্নে বেরিয়ে যায় আততায়ীরা। 

আরও পড়ুন: Mukul Roy: 'মুকুল রায় বিজেপিতেই', বিধায়ক পদ খারিজের দাবি ফের নাকচ বিধানসভার অধ্যক্ষের

পুলিসি তদন্ত নিয়েও উঠে এসেছে প্রশ্ন। আততায়িরা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল অথবা সন্দেহভাজনদের খোঁজ পেতে এত দেরি কেন এই প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। প্রাক্তন পুলিসকর্তাদের একাংশের সংশয় অত্যন্ত প্রযুক্তি নির্ভর হতে গিয়ে তদন্তের প্রাথমিক ব্যপারগুলিতেই ঢিলে দিচ্ছে পুলিস।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.