বেহালা কাণ্ডে অভিযুক্তদের নাগাল পেল পুলিস, আটক ৪
অবশেষে কিনারা করা গেল নাটকীয় বেহালা হত্যাকান্ডের। মূল অভিযুক্ত সহ ৪ জনকে আটক করেছে পুলিস। ঘটনায় মূল অভিযুক্ত মুন্না ঢালি। মুন্না দীপক বাবুর কেবল অফিসের কর্মী ছিল বলে জানা গিয়েছে। ডাকাতির উদ্দেশ্যে হামলা করা হয় বলে মনে করা হচ্ছে। আমতলা থেকে অভিযুক্ত মুন্নাকে গ্রেরফতার করা হয়।
অবশেষে কিনারা করা গেল নাটকীয় বেহালা হত্যাকান্ডের। মূল অভিযুক্ত সহ ৪ জনকে আটক করেছে পুলিস। ঘটনায় মূল অভিযুক্ত মুন্না ঢালি। মুন্না দীপক বাবুর কেবল অফিসের কর্মী ছিল বলে জানা গিয়েছে। ডাকাতির উদ্দেশ্যে হামলা করা হয় বলে মনে করা হচ্ছে। আমতলা থেকে অভিযুক্ত মুন্নাকে গ্রেরফতার করা হয়।
বেহালায় চারজনের খুনের ঘটনার পিছনে আততায়ীদের কী উদ্দেশ্য ছিল, সেই সম্পর্কে কিছু তথ্য পেয়েছিল পুলিস। আর সেই সূত্র ধরেই ফের ওই বাড়িতে এবং আশপাশে বারবার তল্লাসি চালায় গোয়েন্দারা। বাড়ি থেকে একটি রক্তমাখা চটি উদ্ধার করে পুলিস। যে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল, সেই বস্তুটি সম্পর্কেও আরও তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
ময়নাতদন্তের রিপোর্ট এবং গোয়েন্দাদের পাওয়া তথ্যের বিশ্লেষণ করেও এই খুনের ঘটনায় কিছু সূত্র পেয়েছে পুলিস। শনিবার প্রথম দফায় নিহত গৌরী ভট্টাচার্যর নাতনি এবং জামাইকে ডেকে কথা বলেন গোয়েন্দারা। ডাকা হয়েছিল নিহত দীপক ভট্টাচার্যর কেবল ব্যবসার অংশীদার দুজনকেও। দীর্ঘদিন ধরেই দীপকবাবুর সঙ্গে একজন অংশীদার ছিল। নতুন আরও একজন এই ব্যবসা দেখার দায়িত্ব নিয়েছিলেন।