ন্যাজাটকাণ্ডে গ্রেফতার ৪, এখনও অধরা শাহজাহান
ধৃতদের নাম আখের আলি গায়েন, জাবেদ আলি মোল্লা, মইনুদ্দিন মোল্লা, মইজউদ্দিন মোল্লা। ধৃত ৪জনকেই বসিরহাট মহকুমা হাসাপাতালে তোলা হয়।
নিজস্ব প্রতিবেদন: ন্যাজাটকাণ্ডে চলছে ধরপাকড়। সন্দেশখালির ন্যাজাটের ভাঙ্গিপাড়ায় বিজেপি কর্মী খুনের ঘটনায় ৪জনকে গ্রেফতার করল পুলিস। ধৃতদের নাম আখের আলি গায়েন, জাবেদ আলি মোল্লা, মইনুদ্দিন মোল্লা, মইজউদ্দিন মোল্লা। ধৃত ৪জনকেই বসিরহাট মহকুমা হাসাপাতালে তোলা হয়।
প্রসঙ্গত, গত শনিবার রাতে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির ভাঙ্গিপাড়া। ওই সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। বিজেপি-র প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং তৃণমূলের কায়ুম মোল্লা নিহত হন। হাটগাছির প্রদীপও সুকান্ত মণ্ডলের খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাজাহান বাহিনীর দিকেই। মূল অভিযুক্ত শাহজাহানের গ্রেফতার দাবিতে সোচ্চার সন্দেশখালি। তবে এখনও পর্যন্ত অধরা মূলত অভিযুক্ত।
ন্যাজাটকাণ্ডে দুটি মামলা দায়ের করা হয়। শুক্রবার রাতে হাটগাছি অঞ্চলের নলকোড়া শেখপাড়ার এক মাছের ভেড়ির আলায় লুকিয়ে ছিল ধৃতরা। খবর পেয়ে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।