Fraud Call Center: ভুয়ো কলসেন্টার খুলে প্রতারণা নরেন্দ্রপুরে, গ্রেফতার ৮
জানানো হয়েছে সব প্রতারণা হয়েছে আন্তর্জাতিক স্তরে। অভিযুক্তরা কলকাতার বাসিন্দা। এদের পুলিস হেফাজতে নিয়ে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হবে। শুক্রবার এদেরকে বারুইপুর আদালতে তোলা হবে।
![Fraud Call Center: ভুয়ো কলসেন্টার খুলে প্রতারণা নরেন্দ্রপুরে, গ্রেফতার ৮ Fraud Call Center: ভুয়ো কলসেন্টার খুলে প্রতারণা নরেন্দ্রপুরে, গ্রেফতার ৮](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/24/379881-baruipur-call-center.jpg)
তথাগত চক্রবর্তী: ভুয়ো কলসেন্টার খুলে আন্তর্জাতিক স্তরে আর্থিক প্রতারণার অভিযোগ। গ্রেফতার ৮ জন এবং উদ্ধার ৩৬ লক্ষ টাকা।
ভুয়ো কলসেন্টার খুলে আসল সফটওয়ারের বদলে নকল সফটওয়ার বিক্রি করে অথবা কোনও গিফট কার্ড বিক্রির নামে আর্থিক প্রতারণা আমেরিকা এবং কানাডা সহ আন্তর্জাতিক স্তরে। চক্রের দুই মাথা সহ ৮ জন কে গ্রেফতার করল বারুইপুর পুলিসের বিশেষ টিম।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৬ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা, দুটি কম্পিউটার, দুটি মোডেম, একটি হার্ড ডিস্ক এবং নয়টি মোবাইল। বৃহস্পতিবার বারুইপুর সাইবার ক্রাইম, নরেন্দ্রপুর থানা, ডি এস পি ডি ই বি এবং এস পি ডিও বারুইপুর তল্লাশি চালায় নরেন্দ্রপুরের এই ভুয়ো কল সেন্টারে।
বারুইপুর পুলিস জেলার সুপার মিসেস পুস্পা বলেন, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ফোন করে মানুষের সঙ্গে আর্থিক প্রতারনা করা হচ্ছিল এই ভুয়ো কল সেন্টার তৈরি করে। এই চক্রের মূল মাথা দেবজ্যতি ঘোষ ওরফে রাহুল। এক বছর ধরে কল সেন্টারটি চলছিল বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: Chicken And Egg Price Rise: জোড়া ধাক্কার মুখে মধ্যবিত্ত বাঙালি, বাড়ল চিকেন এবং ডিমের দাম
জানানো হয়েছে সব প্রতারণা হয়েছে আন্তর্জাতিক স্তরে। অভিযুক্তরা কলকাতার বাসিন্দা। এদের পুলিস হেফাজতে নিয়ে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হবে। শুক্রবার এদেরকে বারুইপুর আদালতে তোলা হবে।